Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: সহপাঠীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আব্দুল কাদির সোহান (২৫) নামের এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছেন এক ছাত্রী (২৫)। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর কাদিরকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার এসআই মোছাম্মাৎ রজিনা বেগম জানান, অভিযুক্ত ছাত্র নিজেকে নির্দোষ দাবি করেছেন। ওই ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি করেছেন। ক্যাম্পাসে গিয়ে ঘটনা খতিয়ে দেখা হবে। তবে মামলায় আসামি কাদিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কাদির বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি সাভারে। মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত কাদির। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি তলায় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আসামি। ধস্তাধস্তিতে বেঞ্চের কোনায় লেগে আহত হন ওই ছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার রাতেই তাঁদের সহপাঠীদের বিভাগে এবং প্রক্টরের কক্ষে দুই দফায় বৈঠক হয়। তবে মীমাংসা না হওয়ায় ওই ছাত্রী বিভাগের শিক্ষক এবং প্রক্টরকে নিয়ে থানায় মামলা করেন। তবে গ্রেপ্তারের আগে কাদির দাবি করেন, ধর্ষণচেষ্টার কোনো ঘটনা ঘটেনি। বাগ্‌বিতণ্ডা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, তিনি গুরুত্বপূর্ণ কাজে আছেন, এ বিষয়ে এখন কথা বলবেন না।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার শিকার ছাত্রী এবং অভিযুক্ত ছাত্রকে থানায় নিয়ে যায়। ছাত্রী মামলা করলে অভিযুক্ত ছাত্র কাদিরকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত