নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সংঘর্ষের জেরে পাঁচ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভাগের অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শ্রমিকেরা দাবি করেছেন, নিরাপত্তাহীনতার কারণে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষার্থী ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গভীর রাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
জানা গেছে, রূপাতলী বাস টার্মিনাল থেকে বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন রুট এবং বাগেরহাট-খুলনা রুটে বাস চলাচল করে।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শুধু বরিশাল নয়, বিভাগের পাঁচ জেলার শ্রমিক ইউনিয়নগুলো তাদের সঙ্গে ধর্মঘটে যোগ দিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার শিক্ষার্থীরা শ্রমিকদের ওপর হামলা, অফিস ও বাস ভাঙচুর করেছে। তবে বিভিন্ন গণমাধ্যমে বাসশ্রমিকদের দোষারোপ করে সংবাদ প্রচার করেছে।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম হাবিব বলেন, ‘আমরা ৮ দফা দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক অবরোধ করেছিলাম। প্রশাসনের মধ্যস্থতায় সভায় বাসের মালিক ও শ্রমিকেরা আট দাবি মেনে নিলে মধ্যরাতে অবরোধ প্রত্যাহার করা হয়। দাবি মেনে নেওয়ার পর মালিক-শ্রমিকেরা আজ সকালে উদ্দেশ্যমূলকভাবে ধর্মঘট শুরু করেছেন।’
সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। বাস বন্ধ থাকায় পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন বলেও জানান শিক্ষার্থী কামরুল ইসলাম হাবিব।
এর আগে মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রী বাসে ঝালকাঠী থেকে বরিশালে যাচ্ছিলেন। হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও বাস ভাঙচুর হয়। শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তাঁরা আট দফা দাবি দিয়েছিলেন। দাবিগুলো হলো—ছাত্রীকে হেনস্তাকারী বাসশ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, হামলায় আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান, বরিশাল বিভাগের সব রুটে আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আর কোনো বাসে শিক্ষার্থী হেনস্তা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল ও কর্মচারীকে আইনের আওতায় আনা, দ্রুত সময়ের মধ্যে বাস মালিক সমিতিতে নির্বাচিত কমিটি গঠন, আধুনিক বাস সেবা ও ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রশিক্ষিত চালক নিয়োগ এবং বাস টার্মিনালে সব ধরনের চাঁদাবাজি বন্ধ।
বিএম কলেজের ছাত্র ইমতিয়াজুর রহমান জানান, তাঁর পরীক্ষা ছিল। খুব ভোরে বরগুনা বাস টার্মিনালে গিয়ে দেখেন বাস চলছে না। এমনকি অন্য গাড়িতে যেতে চাইলেও যেতে দিচ্ছে না।
বরিশাল থেকে ঝালকাঠি যাওয়া শাম্মি জাহান জানান, তিনি ঢাকা থেকে এসে রূপাতলীতে নেমেছেন। অথচ কোনো রুটে বাস চলছে না।
রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রক মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। ৫ আগস্টের পর তিনি এই টার্মিনাল-কেন্দ্রিক বাস মালিকদের সংগঠন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি হয়েছেন।
জিয়াউদ্দিন সিকদার বলেন, মঙ্গলবার ঝালকাঠি রুটের একটি বাসে বিএম কলেজের এক ছাত্রীর হাফ ভাড়া নিয়ে ঝামেলা হয়েছে। এ বিষয়ে বিচার চাইলে শিক্ষার্থীরা ঝালকাঠি মালিক সমিতির কাছে চাইতে পারত। কিন্তু রূপাতলীতে বিক্ষোভ করে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা ভয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামতে চাইছে না।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বরিশালে শিক্ষার্থী ও বাসশ্রমিকদের সংঘর্ষের জেরে পাঁচ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভাগের অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শ্রমিকেরা দাবি করেছেন, নিরাপত্তাহীনতার কারণে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষার্থী ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গভীর রাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
জানা গেছে, রূপাতলী বাস টার্মিনাল থেকে বরিশাল বিভাগের পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন রুট এবং বাগেরহাট-খুলনা রুটে বাস চলাচল করে।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শুধু বরিশাল নয়, বিভাগের পাঁচ জেলার শ্রমিক ইউনিয়নগুলো তাদের সঙ্গে ধর্মঘটে যোগ দিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার শিক্ষার্থীরা শ্রমিকদের ওপর হামলা, অফিস ও বাস ভাঙচুর করেছে। তবে বিভিন্ন গণমাধ্যমে বাসশ্রমিকদের দোষারোপ করে সংবাদ প্রচার করেছে।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম হাবিব বলেন, ‘আমরা ৮ দফা দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক অবরোধ করেছিলাম। প্রশাসনের মধ্যস্থতায় সভায় বাসের মালিক ও শ্রমিকেরা আট দাবি মেনে নিলে মধ্যরাতে অবরোধ প্রত্যাহার করা হয়। দাবি মেনে নেওয়ার পর মালিক-শ্রমিকেরা আজ সকালে উদ্দেশ্যমূলকভাবে ধর্মঘট শুরু করেছেন।’
সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। বাস বন্ধ থাকায় পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন বলেও জানান শিক্ষার্থী কামরুল ইসলাম হাবিব।
এর আগে মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রী বাসে ঝালকাঠী থেকে বরিশালে যাচ্ছিলেন। হাফ ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডায় ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও বাস ভাঙচুর হয়। শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তাঁরা আট দফা দাবি দিয়েছিলেন। দাবিগুলো হলো—ছাত্রীকে হেনস্তাকারী বাসশ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, হামলায় আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান, বরিশাল বিভাগের সব রুটে আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আর কোনো বাসে শিক্ষার্থী হেনস্তা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল ও কর্মচারীকে আইনের আওতায় আনা, দ্রুত সময়ের মধ্যে বাস মালিক সমিতিতে নির্বাচিত কমিটি গঠন, আধুনিক বাস সেবা ও ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রশিক্ষিত চালক নিয়োগ এবং বাস টার্মিনালে সব ধরনের চাঁদাবাজি বন্ধ।
বিএম কলেজের ছাত্র ইমতিয়াজুর রহমান জানান, তাঁর পরীক্ষা ছিল। খুব ভোরে বরগুনা বাস টার্মিনালে গিয়ে দেখেন বাস চলছে না। এমনকি অন্য গাড়িতে যেতে চাইলেও যেতে দিচ্ছে না।
বরিশাল থেকে ঝালকাঠি যাওয়া শাম্মি জাহান জানান, তিনি ঢাকা থেকে এসে রূপাতলীতে নেমেছেন। অথচ কোনো রুটে বাস চলছে না।
রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রক মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। ৫ আগস্টের পর তিনি এই টার্মিনাল-কেন্দ্রিক বাস মালিকদের সংগঠন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি হয়েছেন।
জিয়াউদ্দিন সিকদার বলেন, মঙ্গলবার ঝালকাঠি রুটের একটি বাসে বিএম কলেজের এক ছাত্রীর হাফ ভাড়া নিয়ে ঝামেলা হয়েছে। এ বিষয়ে বিচার চাইলে শিক্ষার্থীরা ঝালকাঠি মালিক সমিতির কাছে চাইতে পারত। কিন্তু রূপাতলীতে বিক্ষোভ করে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা ভয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামতে চাইছে না।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
আজ ২৩ জুলাই, ২০২৫। ২০০২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর তৎকালীন পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে সেদিন গভীর রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর এই হামলা চালান
২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
৯ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে