Ajker Patrika

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে মানুষের আনন্দ উল্লাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নেচে-গেয়ে মানুষের উল্লাস। ছবি: আজকের পত্রিকা
বরিশালে নেচে-গেয়ে মানুষের উল্লাস। ছবি: আজকের পত্রিকা

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় ফরচুন বরিশাল যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে হাজার হাজার মানুষ সড়কে নেমে স্লোগান ও নেচে-গেয়ে উল্লাস করেন। বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।

রাতে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর নগরীর সব অলিগলি থেকে মিছিল বের করে কিশোর-যুবকেরা। কিশোরী-তরুণীরাও মিছিলে অংশ নেন।

মিছিলে ভেঁপু বাজিয়ে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করেন তাঁরা। বের হয়েছে পিকআপ ও মোটরসাইকেল শোভাযাত্রা। বেশির ভাগ মিছিল নগরের প্রধান সড়ক সদর রোডে প্রবেশ করায় তখন যানবাহন চলা চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে নগরের বেলস্‌ পার্কে খেলা দেখতে ভিড় করেন শত শত ক্রিকেটপ্রেমী। আজ শুক্রবার বিকেল থেকেই নগরীতে বিপিএলে উৎসব শুরু হয়। বিভিন্ন সড়কের গলিতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়।

বরিশালে নেচে-গেয়ে মানুষের উল্লাস। ছবি: আজকের পত্রিকা
বরিশালে নেচে-গেয়ে মানুষের উল্লাস। ছবি: আজকের পত্রিকা

ফরচুন বরিশালের বিজয়ের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। মারুফ হোসেন নামক এক ক্রিকেটভক্ত জানান, ‘এ বিজয় প্রত্যাশিত ছিল। আমরা ভীষণ খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত