‘মোর ভোটটা কি মুই দেতে পারমু?’
‘গ্যাছে বচ্ছর কেন্দ্রে যাওয়ার আগেই হ্যারা কয় অম্মে যাও কই, তোমার ভোট দেওয়া অইয়া গ্যাছে। ফাউ ওদিক যাইয়া হরবা কী? যাইয়া দেহি হাচ্চইয়ো মোর ভোট কেডা জানি দিয়া দেছে। এইফির সরকার যেরহম কইতে আছে চিন্তা হরছি, যাম ভোট দেতে। তয় চিন্তা হরতে আছি, মোর ভোটটা কি কেন্দ্রে যাইয়া মুই নিজে দেতে পারমু?’