Ajker Patrika

দোকানে চুরির অভিযোগ, ‘আত্মহত্যার চেষ্টা’ শিশুর

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯: ৩০
দোকানে চুরির অভিযোগ, ‘আত্মহত্যার চেষ্টা’ শিশুর

বরগুনার আমতলী উপজেলায় ১১ বছরের এক শিশুর বিরুদ্ধে দোকান থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির বিষয়টি তার মাকে জানানো হলে ভয় পেয়ে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। 

উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে গতকাল রাতেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই শিশুর নাম জামিল দর্জি। সে উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের নিজাম দর্জির ছেলে। 

অভিযোগকারী প্রতিবেশী সিদ্দিক প্যাদা জানিয়েছেন, তাঁর দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে জামিল। তাৎক্ষণিক তিনি ও স্থানীয়রা শিশুটিকে ধরে ফেলেন। পরে ওই শিশুর দেওয়া তথ্যমতে বালুর ভেতরে লুকিয়ে রাখা টাকা উদ্ধার করা হয়। বিষয়টি তাঁর স্ত্রী ওই শিশুর বাড়িতে জানাতে গেলে জামিল দৌড়ে ঘরের ভেতর গিয়ে কীটনাশক পান করে। স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সিদ্দিক প্যাদা আরও বলেন, শিশুর মা চুরির বিষয়ে জানার পর সে মায়ের ভয়ে ভেতরে গিয়ে কীটনাশক পান করে। অথচ তাঁর ওপর দোষ চাপানো হচ্ছে, তিনি নাকি কীটনাশক খাইয়েছেন। এ বিষয়ে জানতে শিশুর বাবা নিজাম দর্জির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন। 

গাজীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি। টাকা চুরির ঘটনায় মায়ের ভয়ে বিষপান করেছে ওই শিশু।’ 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত