Ajker Patrika

পছন্দের প্রার্থীকে ভোট না দিলে হাতুড়িপেটার হুমকি ইউপি চেয়ারম্যানের, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ২২: ৪৯
Thumbnail image

উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করা হবে–এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরগুনা তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্ত সিফাত আনোয়ার তুমপা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি ঘোড়া প্রতীক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চান এবং সভা সমাবেশ বক্তব্য দেন। গত তিন দিন আগে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার তাঁর এলাকার ভোটারদের রেজবি-উল কবিরের পক্ষে কাজ করতে নির্দেশ দেন। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থকদের হাতুড়িপেটার হুমকি দেন।

এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার কাছে অভিযোগ দিয়েছেন।

চন্দনতলা গ্রামের নাশির হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান রাজ্জাক আমাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। আমি ভোটকেন্দ্রে গেলে আমাকে তার হাতুড়ি বাহিনী দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেবে। আমার মতো এমন বেশ কয়েকজনকে চেয়ারম্যান হুমকি দিয়েছেন।’

চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার ঘোড়া প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক ও কর্মী। তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামসহ বিভিন্ন এলাকার ভোটারদের তাঁর পছন্দের ঘোড়া প্রতীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করবে বলে হুমকি দিচ্ছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পচাকোড়ালিয়া ইউনিয়নে সুষ্ঠু ভোট গ্রহন বাধাগ্রস্ত হবে।’

এ বিষয়ে জানতে পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, ‘চেয়ারম্যান আব্দুর বাজ্জাক হাওলাদার আমার সমর্থক। কিন্তু তিনি ভোটারদের হুমকি দিয়েছেন কিনা আমার জানা নেই।’

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, তালতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার। নির্বাচনে মোট তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন—রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া প্রতীক), মনিরুজ্জামান মিন্টু (আনারস) এবং মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটরসাইকেল)। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮২ হাজার ৫৪০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত