Ajker Patrika

পাথরঘাটায় জালে প্যাঁচানো ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৪, ২০: ৫০
পাথরঘাটায় জালে প্যাঁচানো ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে রাখা জেলেদের জালে প্যাঁচানো অবস্থায় একটি ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের মাঝের খালের পাড় থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বলেশ্বর নদসংলগ্ন একই এলাকার বনে এটি অবমুক্ত করা হয়।

সাপ উদ্ধার করা স্থানীয় বাসিন্দা জাকির মুন্সি বলেন, ‘রুহিতা মাঝের খালের পাড়ে নিষেধাজ্ঞার কারণে রাখা জেলেদের জালে প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা একটি অজগর সাপ দেখতে পায়। খবর পেয়ে আমি গিয়ে অজগরটি উদ্ধার করি। পরে বন বিভাগকে জানিয়ে মাঝের খালের বনে অবমুক্ত করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা রেঞ্জের টেংরা বিট কর্মকর্তা জিয়া ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অজগর সাপটি স্থানীয় জাকির মুন্সি উদ্ধার করেন। পরে আবার বনে এটি অবমুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত