Ajker Patrika

বরগুনায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি
বরগুনায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনায় সিজারিয়ান অস্ত্রপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় বামনা উপজেলার ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শনিবার রাতে চেয়ারম্যান মিজানুর রহমানকে বামনা থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ দুপুরে বামনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি দুপুরে মেঘলার প্রসবব্যথা শুরু হলে তাঁকে সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচার শুরু করা হয়। রাতে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মেঘলা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এরপরই হাসাপাতাল কর্তৃপক্ষ সবাই পালিয়ে যান। 

এ ঘটনায় ১৬ জানুয়ারি মেঘনার বাবা ছগির হোসেন বাদী হয়ে হাসপাতালের তিন মালিকসহ আটজনের নামে বামনা থানায় হত্যা মামলা করেন। 

মামলায় চিকিৎসক সবুজ কুমার দাসকে প্রধান আসামি করা হয়। হাসপাতালটির তিন মালিক হলেন–বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান এবং ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম ও স্থানীয় মো. মনিরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত