সমান কাজে নারীদের পারিশ্রমিক অর্ধেক
কবি কাজী নজরুল ইসলাম তাঁর নারী কবিতায় বলেছেন, ‘শস্য ক্ষেত্র উর্বর হল, পুরুষ চালাল হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।’ এমনি দৃশ্য চোখে পড়ে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার কৈডালা মাঠে। সেখানে পুরুষেরা ধানের চারা রোপণের জন্য পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করে দিচ্ছেন। আর নারী শ্রমিকের