পরিত্যক্ত পণ্যে ভাগ্যবদল
প্লাস্টিক দিয়ে তৈরি বোতল, চেয়ারসহ যেকোনো দ্রব্য দীর্ঘদিনেও মাটিতে পচে না। এতে যেমন পরিবেশ দূষণ হয়, অন্যদিকে মাটি হারায় উর্বরতা। পরিত্যক্ত প্লাস্টিকের এসব সামগ্রী কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে গড়ে উঠেছে ১০টি কারখানা। এসব কারখানায় মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে প্লাস্টিকের গুঁড়ো।