Ajker Patrika

ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি ঝুঁকিপূর্ণ ৮৭টি কেন্দ্রে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ২৭
ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি ঝুঁকিপূর্ণ ৮৭টি কেন্দ্রে

বগুড়ার সারিয়াকান্দির ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট আগামী সোমবার। আজ শেষ হচ্ছে নির্বাচনের সব ধরনের প্রচার। শেষ মুহূর্তের প্রচারে উৎসবের আমেজে মুখরিত সারিয়াকান্দি।

এদিকে সারিয়াকান্দি থানা সূত্রমতে, উপজেলার ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে উপজেলার সর্বত্রই চলছে প্রচার। ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। তাঁদের কর্মী-সমর্থকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চালাচ্ছেন প্রচার। প্রার্থীরা তাঁদের নিজস্ব লোকদের রাখছেন নৈশকালীন পাহারায়।

নারী কর্মী বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভোটারদের পান খাওয়াচ্ছেন আর প্রচার করছেন ভোটের। শিশুরাও বাদ যায়নি এতে। তারাও বিভিন্ন প্রার্থীর মিছিলে যোগ দিয়েছে। সন্ধ্যার পরপরই বেশ কয়েকটি দল নেচে-গেয়ে করেন ভোট প্রার্থনা। বেলা ২টার পর শুরু হয় মাইকে প্রচার। উপজেলার রাস্তা ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। আজ শেষ হচ্ছে এই উৎসবমুখর পরিবেশের সমাপ্তি।

উপজেলার ১১টি ইউনিয়নে আছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। তাঁরা বলছেন, ভোট যদি নিরপেক্ষ হয়, তাহলে তাঁরা বিপুল ভোটে জয়ী হবেন।

অপর দিকে নৌকার প্রার্থীরা বলছেন, শেখ হাসিনার উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে ভোটাররা নৌকা মার্কায় ভোট দেবেন। ইউপি নির্বাচনে নৌকা মার্কার জয় সুনিশ্চিত।

উপজেলার ১১ ইউনিয়নে ভোটা ১ লাখ ৫৭ হাজার ৬৮৬ জন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৫৮৯ এবং নারী ৮০ হাজার ৯৭ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬০২ জন। এর মধ্যে চেয়ারম্যান ৭১, সংরক্ষিত আসনের নারী সদস্য ১৪০, সাধারণ সদস্য ৩৯১ জন। মোট ভোটকেন্দ্র ১০৫টি এবং বুথ ৫১৬টি।

৭১ জনের মধ্যে ৩ জন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের একজন লড়ছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। অপরজন স্বামীকে সমর্থন দিয়েছেন।

চেয়ারম্যান পদে নারী প্রার্থীরা হলেন চন্দনবাইশা ইউনিয়নের শিল্পী আকতার (আনারস) এবং ভেলাবাড়ী ইউনিয়নের লুৎফা বেগম (চশমা) ও সোহানী নুরজাহান (রজনীগন্ধা)।

উপজেলার কাজলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাশেদ মোশারফ বলেন, ‘ভোট যদি নিরপেক্ষ হয়, তাহলে আবারও চেয়ারম্যান নির্বাচিত হব।’

ফুলবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আনোয়ারুত তারিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এলাকায় রাস্তাঘাট, সব ধরনের ভাতাসহ নানামুখী উন্নয়ন করে দিয়েছেন। তারই উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে এলাকাবাসী আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।’

ভেলাবাড়ী ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৬টি, বোহাইল ইউনিয়নে ১০টির মধ্যে ৮টি, চন্দনবাইশা ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কর্ণিবাড়ী ইউনিয়নে ১০টির মধ্যে ৯টি, কুতুবপুর ইউনিয়নে ১০টির মধ্যে ৮টি, ফুলবাড়ী ইউনিয়নে ১১টির মধ্যে ১০টি, সারিয়াকান্দি সদর ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কাজলা ইউনিয়নে ১০টির মধ্যে সবক’টি, হাটশেরপুর ইউনিয়নে ৯টির মধ্যে ৮টি, নারচী ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কামালপুর ইউনিয়নে ৯টির মধ্যে ৭টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক বাবর আলী বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে।’

এ বিষয়ে সারিয়াকান্দি নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে দিন-রাত কাজ করছি। ইতিমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত