Ajker Patrika

অর্থ নেই, ১০ মাস বন্ধ সড়ক মেরামতের কাজ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৫: ১৮
অর্থ নেই, ১০ মাস বন্ধ সড়ক মেরামতের কাজ

সিরাজগঞ্জের তাড়াশ-বারুহাঁসের সাড়ে ১০ কিলোমিটার ও তাড়াশ-চাঁচকৈড় ভায়া কুন্দইলের সাড়ে তিন কিলোমিটার আঞ্চলিক সড়ক মেরামতের কাজ প্রায় ১০ মাস ধরে বন্ধ। অর্থ বরাদ্দ না থাকায় জনগুরুত্বপূর্ণ এই ১৪ কিলোমিটার আঞ্চলিক সড়কের মেরামতকাজ বন্ধ হয়ে গেছে।

প্রায় ২০ ভাগ মেরামতের কাজ শেষ হয়েছে। এ অবস্থায় ওই সড়কে ঝুঁকি নিয়ে ভারী ও হালকা যান চলাচল করছে। সড়কটিতে কার্পেটিং তুলে বালি-খোয়া বিছানো আছে। সড়ক খোঁড়াখুঁড়ির কারণে ধুলোবালিতে একাকার হয়ে গেছে সড়কের একটা বড় অংশ।

অর্থ বরাদ্দ না পাওয়ায় বাকি কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বরাদ্দ পেলে আবারও কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজ।

ওই সড়ক দিয়ে প্রতিদিন সিরাজগঞ্জের তাড়াশ, নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া অঞ্চলের হাজারো মানুষ চলাচল করে। এ সড়ক দিয়ে কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২১ সালে রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরটিআইপি) আওতায় সিরাজগঞ্জ এলজিইডি ওই ১৪ কিলোমিটার সড়ক মেরামতকাজের দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশ নিয়ে সিরাজগঞ্জের তূর্ণা এন্টারপ্রাইজ কাজটি পায়। ব্যয় ধরা হয় ১২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা।

২০২১ সালের ৩ ফেব্রুয়ারি কাজটির কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। তারা প্রায় ১৪ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে এইজিং, খোয়া, বালি ফেলাসহ মোট কাজের ২০ ভাগ সম্পন্ন করে। এর পর ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো অর্থ বরাদ্দ পায়নি। ফলে তারা ২০২১ সালের এপ্রিল মাসের দিকে আংশিক কাজ করে অর্থ সংকটে কাজ বন্ধ করে চলে যায়। তার পর থেকে ওই সড়কে জনদুর্ভোগের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলছে।

তাড়াশ-বারুহাঁস ও তাড়াশ-চাঁচকৈড় সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দুপাশে খনন করায় রাস্তা সরু হয়ে গেছে। খোঁড়াখুঁড়ির কারণে খানাখন্দ আর ধুলোবালিতে একাকার সড়কটি। এতে যানবাহন চলাচলে ভোগান্তি চরমে।

বারুহাঁস গ্রামের বাসিন্দা মো. বিপ্লব হোসেন জানান, প্রায় ১০ মাস ধরে সড়ক মেরামতের কাজ বন্ধ থাকায় চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগ বেড়ে গেছে।

বারুহাঁস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা বলেন, ‘সড়কটির আশপাশে কমপক্ষে ২০ থেকে ২৫টি হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান আছে। দীর্ঘ সময়ে সড়ক মেরামতের কাজ শেষ না হওয়ায় এলাকার জনগণের যাতায়াতে সমস্যা হচ্ছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মাদ আলী বলেন, ‘অর্থ সংকটের কারণে কাজ বন্ধ রয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।’

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি শিগগির বরাদ্দ পেয়ে যাব। এর পরই মেরামতকাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত