Ajker Patrika

টিকাকেন্দ্রে মাস্ক না পরার নানা বাহানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ১৬
টিকাকেন্দ্রে মাস্ক না পরার নানা বাহানা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুনভাবে বিধিনিষেধ জারি করছে সরকার। বিধিনিষেধ অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ জয়পুরহাটের কালাইয়ে শিক্ষার্থীদের মাস্ক পরতেই যেন অনীহা। এমনটি লক্ষ করা গেছে করোনাভাইরাসের টিকা নিতে আসা শিক্ষার্থীদের। এ যেন বিপদ এড়াতে নতুন বিপদ।

গতকাল শনিবার সকাল থেকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ছিল না অধিকাংশ শিক্ষার্থীদের মুখে মাস্ক। লাইনে ছিল না কোনো শারীরিক দূরত্ব। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে অনেকে ছিল জটলা বেঁধে খোশগল্পে ব্যস্ত।

এদিকে কালাইয়ে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৪ জনের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন মো. ওয়াজেদ আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল শিক্ষার্থী মশিউর রহমানের মতো অধিকাংশের মুখে ছিল না কোনো মাস্ক। মুখে মাস্ক নেই কেন? এমন প্রশ্নের উত্তরে কেউ বলে কাছে নেই। আবার কেউ বলে মাস্ক বাসায় রেখে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালাই রিসোর্স ট্রেনিং সেন্টারের একটি কক্ষে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গতকাল উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয় ও মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান মিলি প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত