Ajker Patrika

তাড়াশে অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতার বিপদ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬: ২৫
তাড়াশে অপরিকল্পিত পুকুর খননে জলাবদ্ধতার বিপদ

সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে পুকুর খনন উদ্বেগজনক হারে বেড়েছে। এতে একদিকে কমছে ফসলি জমি, অন্যদিকে অপরিকল্পিতভাবে পুকুর খননে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে চাষ-বাস।

জানা গেছে, অপরিকল্পিত পুকুর খননে গত এক যুগে তাড়াশের আটটি ইউনিয়নে ফসলি জমির পরিমাণ কমেছে প্রায় ৩ হাজার হেক্টর। এ ছাড়া উপজেলার মাধবপুর, শ্রীকৃষ্ণপুর, বোয়ালিয়া, মঙ্গলবাড়িয়া, বাশঁবাড়িয়া, তাড়াশ পৌর এলাকার কাউরাইল, শোলাপাড়া, সরাপপুর, বোয়ালিয়া, ভায়াট, লালুয়ামাঝিড়া, কামারশোন, জাহাঙ্গীরগাতী, খুঁটিগাছা, কালিদাসনীলি, নওগাঁ, সাকইদীঘি, বিনসাড়াসহ নিচু এলাকার হাজার হাজার বিঘা ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। অনেক এলাকায় চলতি মৌসুমে বোরোর আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় অনেক স্থানে বর্ষার পানি নেমে যেতে দেরি হওয়ায় রবিশস্যের আবাদ করতে পারেননি কৃষকেরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলায় কৃষি জমির মোট পরিমাণ ছিল ২৫ হাজার ৪৯০ হেক্টর। আর ২০২০-২০২১ অর্থ বছরে এই পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ১৮০ হেক্টরে। অর্থাৎ এক বছরে কমেছে ৩১০ হেক্টর। চলতি বছরেও অনেক এলাকায় ফসলি জমিতে পুকুর খননের কাজ চলমান রয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে যায়, এলাকার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী কৃষকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে আবাদি জমি বার্ষিক লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন। ধান চাষে প্রতি বিঘা জমিতে বছরে ৭ থেকে ৮ হাজার টাকার মতো লাভ থাকত চাষিদের, সেখানে পুকুর খননের জন্য তাঁদের দেওয়া হচ্ছে ১৫-২০ হাজার টাকা। অধিক টাকার লোভে চাষিরা মৎস্যচাষিদের কাছে লিজ দিচ্ছেন তাঁদের আবাদি জমি।

উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের কৃষক ছাবেদ আলী, জামাল উদ্দিন, আজগর আলীসহ একাধিক কৃষক জানান, প্রতিবছর এলাকার শত শত বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। যত্রতত্র পুকুর খননে আশপাশের আবাদি জমিগুলোতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে দুই-তিন ফসলি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হচ্ছে। এতে প্রতিবছরই আবাদি জমির পরিমাণ কমছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত