Ajker Patrika

পরীক্ষার দাবিতে মানববন্ধন, কেড়ে নেওয়া হলো ব্যানার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১০: ৪৫
পরীক্ষার দাবিতে মানববন্ধন, কেড়ে নেওয়া হলো ব্যানার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে চালু রাখার দাবিতে বগুড়ায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালীন ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ আছে ছাত্রলীগের বিরুদ্ধেও। তবে অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।

গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই কলেজ চত্বরে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে ব্যানার ছাড়াই মানববন্ধন চলাকালে কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এতে বাধা দেন। একপর্যায়ে কলেজশিক্ষক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা ওই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, তাঁরা কলেজ চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় অধ্যক্ষ শাহজাহান আলী সেখানে এসে কর্মসূচির ব্যানার কেড়ে নিয়ে যান। পরে তাঁরা ব্যানার ছাড়াই মানববন্ধন করছিলেন। একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে কলেজ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এসে তাঁদের বাধা দেন।

শিক্ষার্থীরা আরও জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সব শিক্ষা কার্যক্রমসহ জাতীয় বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা শুরু হয়। কিন্তু এমন সময় আবার সব পরীক্ষা স্থগিত করে সরকার। ফলে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই এ মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে পরীক্ষা চালু রাখার দাবি জানানোর উদ্যোগ নেন তাঁরা।

এদিকে কলেজ শাখার ছাত্রলীগের নেতা মাহমুদুল বারী রিয়েল বলেন, ‘মানববন্ধন আয়োজকদের দাবি যদি নিরপেক্ষ হয়, তাহলে তাঁদের সঙ্গে আন্দোলন করব। বর্তমান করোনা পরিস্থিতিতে কলেজে অছাত্র সংগঠন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে আমরা ছাত্রলীগ সেখানে অবস্থান নেব।’

মানববন্ধনের আহ্বায়ক ছিলেন সিরাজ উদ্দিন। তিনি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞানের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ‘অধ্যক্ষ স্যার আমাদের স্মারকলিপি দেওয়ার প্রস্তাব দেন। আমরা সেটি দিয়েছি।’

আজিজুল হক কলেজ শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্যসচিব ও সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়তি সরকার নিতু জানান, এখন সবাই করোনার টিকা পেয়েছেন। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা দেবেন। তাঁরা শুধু এ কথা বলার জন্য মানববন্ধনের আয়োজন করেন।

ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তাদের স্মারকলিপি দিতে বলেছি। ওই স্মারকলিপি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পাঠানোর ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত