শেরপুর (বগুড়া) প্রতিনিধি
মানুষের জীবনের প্রতিটি সমস্যার পেছনেই আছে সম্ভাবনা। আর তা কাজে লাগিয়েছেন বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা। স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে গত বছর শেরপুর উপজেলা ও বগুড়া জেলার জয়িতা পদক অর্জন করেছেন। তাঁর এ সাফল্য এখন এলাকার তরুণ-তরুণীদের প্রেরণার উৎস।
উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোঙ্গা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী হুসনেয়ারা বেগমের মেয়ে রেশমা। কৃষিকাজে স্বাবলম্বী হয়েছেন। চাষ করছেন সুপারি, পেঁপে ও সবজি। এ ছাড়া শুধু কেঁচো কম্পোস্ট থেকেই প্রতি মাসে আয় করছেন হাজার হাজার টাকা।
অভাবের সংসারে বেড়ে ওঠা তাঁর। রেশমার যখন দুই মাস বয়স, তখন তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন। তাঁর মা-বাবার বিচ্ছেদের পর রেশমাকে নিয়ে মা বাবার বাড়ি চলে আসেন। সেই থেকে মায়ের কাছেই বেড়ে ওঠা তাঁর। সংসার চালাতে রেশমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৫০০ টাকা বেতনে মাঠকর্মী হিসেবে যোগ দেন। অভাবের সংসারে অষ্টম শ্রেণি পর্যন্ত অনেক কষ্টে লেখাপড়া করার পর ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়।
এরপরও মেলে না স্বস্তি। রেশমা জানতেন না তাঁর স্বামী একজন মাদকাসক্ত ও জুয়াড়ি। স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে তালাক দিয়ে রেশমা চলে আসেন মায়ের কাছে। এরপর শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম।
মায়ের কাছে এসে রেশমা শুরুতেই নিজেকে পোশাক ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য দর্জির প্রশিক্ষণ নেন। এরপর দুটি গরু দিয়ে শুরু করেন ছোট্ট খামার। এর পরও নতুন কিছু করার জন্য সবসময় চিন্তায় থাকতেন। হঠাৎ মাথায় আসে জৈব সারের মাধ্যমে কীটনাশকমুক্ত কৃষির কথা।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ত্রাণ হিসেবে শৌচাগার তৈরির চারটি চাক পেয়েছিলেন। সেটা দিয়েই শুরু করেন কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের কাজ। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই বই পড়ে প্রাথমিকভাবে সফল হন। এরপর আর তাঁকে পেছনে তাকাতে হয়নি। এখন তাঁর ১৩৫টি চাক ও ৩০টি ক্যারেটে কেঁচো আছে। পাশাপাশি তিনি মাছ ও হাঁস-মুরগির প্রাকৃতিক খাবার ব্ল্যাক সোলজার ফ্লাইও উৎপাদন করছেন। এসব তিনি ব্যবহার করছেন তাঁর নিজস্ব মাছের ও দেশি মুরগির খামারে এবং সবজি চাষে। এখন তিনি মাসে প্রায় অর্ধ লাখ টাকা উপার্জন করেন।
উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা বলেন, ‘জীবনে অর্থ উপার্জন করাটাই শেষ কথা নয়। আমার লক্ষ্য রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত জৈবপ্রযুক্তির মাধ্যমে নিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।’
শেরপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল জানান, সুরাইয়া ফারহানা রেশমা একজন সংগ্রামী নারী। তিনি শূন্য থেকে সফলতার শিখরে পৌঁছেছেন। ২০২১ সালে তিনি শেরপুর উপজেলা ও বগুড়া জেলার ‘জয়িতা’ পদক অর্জন করেছেন। এ ছাড়া রাজশাহী বিভাগীয় পর্যায়ে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তাঁর এই অর্জন দেশের কৃষক ও কৃষাণীদের জন্য অনুকরণীয়।
মানুষের জীবনের প্রতিটি সমস্যার পেছনেই আছে সম্ভাবনা। আর তা কাজে লাগিয়েছেন বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা। স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে গত বছর শেরপুর উপজেলা ও বগুড়া জেলার জয়িতা পদক অর্জন করেছেন। তাঁর এ সাফল্য এখন এলাকার তরুণ-তরুণীদের প্রেরণার উৎস।
উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোঙ্গা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী হুসনেয়ারা বেগমের মেয়ে রেশমা। কৃষিকাজে স্বাবলম্বী হয়েছেন। চাষ করছেন সুপারি, পেঁপে ও সবজি। এ ছাড়া শুধু কেঁচো কম্পোস্ট থেকেই প্রতি মাসে আয় করছেন হাজার হাজার টাকা।
অভাবের সংসারে বেড়ে ওঠা তাঁর। রেশমার যখন দুই মাস বয়স, তখন তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন। তাঁর মা-বাবার বিচ্ছেদের পর রেশমাকে নিয়ে মা বাবার বাড়ি চলে আসেন। সেই থেকে মায়ের কাছেই বেড়ে ওঠা তাঁর। সংসার চালাতে রেশমার মা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৫০০ টাকা বেতনে মাঠকর্মী হিসেবে যোগ দেন। অভাবের সংসারে অষ্টম শ্রেণি পর্যন্ত অনেক কষ্টে লেখাপড়া করার পর ১৫ বছর বয়সে তাঁর বিয়ে হয়।
এরপরও মেলে না স্বস্তি। রেশমা জানতেন না তাঁর স্বামী একজন মাদকাসক্ত ও জুয়াড়ি। স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে তালাক দিয়ে রেশমা চলে আসেন মায়ের কাছে। এরপর শুরু হয় তাঁর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম।
মায়ের কাছে এসে রেশমা শুরুতেই নিজেকে পোশাক ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য দর্জির প্রশিক্ষণ নেন। এরপর দুটি গরু দিয়ে শুরু করেন ছোট্ট খামার। এর পরও নতুন কিছু করার জন্য সবসময় চিন্তায় থাকতেন। হঠাৎ মাথায় আসে জৈব সারের মাধ্যমে কীটনাশকমুক্ত কৃষির কথা।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ত্রাণ হিসেবে শৌচাগার তৈরির চারটি চাক পেয়েছিলেন। সেটা দিয়েই শুরু করেন কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের কাজ। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই বই পড়ে প্রাথমিকভাবে সফল হন। এরপর আর তাঁকে পেছনে তাকাতে হয়নি। এখন তাঁর ১৩৫টি চাক ও ৩০টি ক্যারেটে কেঁচো আছে। পাশাপাশি তিনি মাছ ও হাঁস-মুরগির প্রাকৃতিক খাবার ব্ল্যাক সোলজার ফ্লাইও উৎপাদন করছেন। এসব তিনি ব্যবহার করছেন তাঁর নিজস্ব মাছের ও দেশি মুরগির খামারে এবং সবজি চাষে। এখন তিনি মাসে প্রায় অর্ধ লাখ টাকা উপার্জন করেন।
উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা বলেন, ‘জীবনে অর্থ উপার্জন করাটাই শেষ কথা নয়। আমার লক্ষ্য রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত জৈবপ্রযুক্তির মাধ্যমে নিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।’
শেরপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল জানান, সুরাইয়া ফারহানা রেশমা একজন সংগ্রামী নারী। তিনি শূন্য থেকে সফলতার শিখরে পৌঁছেছেন। ২০২১ সালে তিনি শেরপুর উপজেলা ও বগুড়া জেলার ‘জয়িতা’ পদক অর্জন করেছেন। এ ছাড়া রাজশাহী বিভাগীয় পর্যায়ে তাঁর নাম প্রস্তাব করা হয়েছে। তাঁর এই অর্জন দেশের কৃষক ও কৃষাণীদের জন্য অনুকরণীয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫