বাণিজ্যিকভাবে শজনে চাষে আগ্রহ বেড়েছে চাষিদের
বগুড়ার আদমদীঘি উপজেলায় শজনে ডাঁটার ভালো ফলন হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিনা খরচে যেকোনো পতিত জমি, পুকুর পাড় বা শুষ্ক স্থানে শজনেগাছ লাগানো যায়। এর জন্য সার বা পরিচর্যার প্রয়োজন হয় না। এতে অধিক আয় করা যায়। তাই অনেকেই বাণিজ্যিকভাবেও শজনে চাষে আগ্রহী হয়ে উঠেছেন।