আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে পূর্বশত্রুতার জেরে দুটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মাঠের ফসল ও অন্য জিনিসপত্র বাড়িতে নিতে দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীদের। ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইর সরদারপাড়া গ্রামে।
জানা গেছে, রোয়াইর সরদারপাড়া গ্রামের রবিউল ইসলাম ও শাহাদত হোসেনের বাড়ির লোকজন প্রতিবেশী সোহরাব ও রফিকুলের বাড়ির সামনে দিয়ে চলাচল করেন। দেড় বছর আগে তাঁরা নতুন বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় রবিউল ও শাহাদতের পরিবারের লোকজনের চলাচল। তবে প্রতিবেশী রফিকুল তাঁর নতুন বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করে দেবেন বলে জানান। তবে সেটি দেড় বছর পার হলেও আজও করা হয়নি। নিরুপায় হয়ে পরিবার দুটির সদস্যরা বাড়ির পাশে একটি কবরস্থানের পাশ দিয়ে চলাচল করেন। তবে মাঠের ফসল ও অন্য জিনিসপত্র তাঁরা বাড়িতে নিয়ে যেতে পারেন না।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘আমরা আগে প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে চলাচল করে আসছিলাম। দেড় বছর আগে রফিকুল ও সোহরাব ওই খলার ওপরে নতুন বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় আমাদের চলাচল। রাস্তা না থাকায় বাড়িতে আমাদের মোটরসাইকেল ঢোকাতে পারি না। কোনো ফসল বাড়িতে নিয়ে আসতে পারি না।’
অপর ভুক্তভোগী শাহাদত হোসেন বলেন, ‘বাড়ির পাশে একটি পুকুরের পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিল তাঁরা। আমরা তাতেও রাজি হয়েছিলাম। কিন্তু গত দেড় বছর হয়ে গেল ওই রাস্তা আর হলো না। তাই বাধ্য হয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে বাড়ি থেকে বের হতে পারছি। রাস্তা না থাকায় খুব বিপদের মুখে রয়েছি আমরা।’
এদিকে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিন্দুমাত্র কোনো দোষ যদি কেউ দিতে পারে তাহলে গ্রামের লোকজন যা বলবে আমরা তা মেনে নেব। বাড়ি নির্মাণ করছি আমাদের নিজের জায়গাতে। তাঁদের রাস্তা আমরা বন্ধ করে দিইনি। আমাদের পুকুরের পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা নাকি সেই দিক দিয়ে চলাচল করবেন না। তাঁরা উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ঘটনটি আমার বাড়ির পাশে হওয়ায় স্থানীয়ভাবে বৈঠক হয়েছিল। রফিকুল নতুন বাড়ির পাশে পুকুর ভরাট করে সেই দিক দিয়ে রাস্তা দিতে চেয়েছিলেন।
জয়পুরহাটের আক্কেলপুরে পূর্বশত্রুতার জেরে দুটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মাঠের ফসল ও অন্য জিনিসপত্র বাড়িতে নিতে দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীদের। ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইর সরদারপাড়া গ্রামে।
জানা গেছে, রোয়াইর সরদারপাড়া গ্রামের রবিউল ইসলাম ও শাহাদত হোসেনের বাড়ির লোকজন প্রতিবেশী সোহরাব ও রফিকুলের বাড়ির সামনে দিয়ে চলাচল করেন। দেড় বছর আগে তাঁরা নতুন বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় রবিউল ও শাহাদতের পরিবারের লোকজনের চলাচল। তবে প্রতিবেশী রফিকুল তাঁর নতুন বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করে দেবেন বলে জানান। তবে সেটি দেড় বছর পার হলেও আজও করা হয়নি। নিরুপায় হয়ে পরিবার দুটির সদস্যরা বাড়ির পাশে একটি কবরস্থানের পাশ দিয়ে চলাচল করেন। তবে মাঠের ফসল ও অন্য জিনিসপত্র তাঁরা বাড়িতে নিয়ে যেতে পারেন না।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘আমরা আগে প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে চলাচল করে আসছিলাম। দেড় বছর আগে রফিকুল ও সোহরাব ওই খলার ওপরে নতুন বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় আমাদের চলাচল। রাস্তা না থাকায় বাড়িতে আমাদের মোটরসাইকেল ঢোকাতে পারি না। কোনো ফসল বাড়িতে নিয়ে আসতে পারি না।’
অপর ভুক্তভোগী শাহাদত হোসেন বলেন, ‘বাড়ির পাশে একটি পুকুরের পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিল তাঁরা। আমরা তাতেও রাজি হয়েছিলাম। কিন্তু গত দেড় বছর হয়ে গেল ওই রাস্তা আর হলো না। তাই বাধ্য হয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে বাড়ি থেকে বের হতে পারছি। রাস্তা না থাকায় খুব বিপদের মুখে রয়েছি আমরা।’
এদিকে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিন্দুমাত্র কোনো দোষ যদি কেউ দিতে পারে তাহলে গ্রামের লোকজন যা বলবে আমরা তা মেনে নেব। বাড়ি নির্মাণ করছি আমাদের নিজের জায়গাতে। তাঁদের রাস্তা আমরা বন্ধ করে দিইনি। আমাদের পুকুরের পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা নাকি সেই দিক দিয়ে চলাচল করবেন না। তাঁরা উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ঘটনটি আমার বাড়ির পাশে হওয়ায় স্থানীয়ভাবে বৈঠক হয়েছিল। রফিকুল নতুন বাড়ির পাশে পুকুর ভরাট করে সেই দিক দিয়ে রাস্তা দিতে চেয়েছিলেন।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৫ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪