Ajker Patrika

ভাবিকে কাস্তে দিয়ে জখমের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৩: ৪২
ভাবিকে কাস্তে দিয়ে জখমের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে তাঁর দেবর কাস্তে দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করে। পারভীন আক্তারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়। এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিল্টু সরকার পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় বিল্টু সরকার বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত