Ajker Patrika

ঘাস কাটার ফাঁকে চুরি করছিলেন প্যান্ডেল ক্লিপ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১৩: ২২
Thumbnail image

এক সপ্তাহ ধরে জয়পুরহাটের আক্কেলপুরে বেগুনবাড়ি রেলগেটের উত্তর দিকের ৩০৩ থেকে ৩০৯ কিলোমিটার পর্যন্ত প্যান্ডেল ক্লিপ চুরি হচ্ছিল। চুরির বিষয়টি নজরে এলে রেলপথের ওই এলাকায় দিন-রাত পাহারা দিচ্ছিলেন ওয়েম্যানরা। অবশেষে গতকাল শুক্রবার সকাল ৯টায় ২৫টি প্যান্ডেল ক্লিপসহ এক তরুণকে আটক করে রেলওয়ে থানা-পুলিশে সোপর্দ করেছেন তাঁরা।

আটক হওয়া তুফান হোসেন (২২) আক্কেলপুর পৌরশহরের ফকিরপাড়া মহল্লার বাসিন্দা।

আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে এক দিনে ১৫০টি প্যান্ডেল ক্লিপ চুরি হয়। রেললাইনের প্যান্ডেল ক্লিপ চুরির বিষয়টি ওয়েম্যানদের নজরে আসায় রেললাইনের ওই স্থানগুলোতে প্যান্ডেল ক্লিপ প্রতিস্থাপন করা হয়। কারণ প্যান্ডেল ক্লিপ খুলে নেওয়ার কারণে ট্রেন চলাচলের সময় রেললাইন সরে যেতে পারে। এরপর রেললাইনের প্যান্ডেল ক্লিপ চুরি রোধে বেগুনবাড়ি থেকে জামালগঞ্জ পর্যন্ত ১১ জন ওয়েম্যান সারা দিন পাহারা দিচ্ছিলেন। গতকাল তুফান হোসেন বেগুনবাড়ি রেলগেটের অদূরে রেললাইনের ধারে ঘাস কাটছিলেন। তিনি এদিক-ওদিক তাকানোর পর বস্তার ভেতর থেকে হাতুড়ি বের করে রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে বস্তায় ভরছিলেন। পাহারার দায়িত্বে থাকা একজন ওয়েম্যান আড়ালে থেকে এ দৃশ্য দেখছিলেন। তিনি তাঁর সহকর্মীদের ঘটনাটি জানান। এরপর তাঁরা সেখানে গিয়ে তুফান হোসেনকে প্যান্ডেল ক্লিপসহ ধরে ফেলেন। তাঁরা সান্তাহার রেলওয়ে থানা-পুলিশকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে পুলিশ আক্কেলপুর রেলস্টেশনে এসে প্যান্ডেল ক্লিপগুলোসহ তুফান হোসেনকে নিয়ে যান।

ওয়েম্যান সাদ্দাম হোসেন বলেন, এর আগেও ওই তরুণ একইভাবে প্যান্ডেল ক্লিপ চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক সাকিউল আযম বলেন, ওয়েম্যানরা রেললাইনের প্যান্ডেল ক্লিপসহ একজনকে জিআরপি থানা-পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত