একই দিনে সিনেমা মুক্তি না দিতে অক্ষয়কে অনুরোধ করেছিলেন সানি দেওল
গত ১১ আগস্ট, একই দিনে মুক্তি পেয়েছিল সানি দেওলের ‘গদর ২’ আর অক্ষয় কুমারের ‘ওএমজি ২’। তবে সংশয় ছিল, কোনো একটার জন্য অপরটির ব্যবসার ক্ষতি হতে পারে। তেমনটা হয়নি যদিও, দুটি সিনেমাই বক্স অফিসে দাপট দেখিয়েছে। আর এই লড়াইয়ে অক্ষয়কেও ছাপিয়ে গেছেন সানি দেওল। তবে সানি জানিয়েছেন, সে সময় তিনি নাকি ‘ওএমজি ২’-এর ম