গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অথচ প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক কেআরকে এক্সে লিখেছেন, ‘কঙ্গনার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে গেছে।’
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমাটি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর গত ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজসের মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে গতকাল ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।
গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অথচ প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক কেআরকে এক্সে লিখেছেন, ‘কঙ্গনার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে গেছে।’
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমাটি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর গত ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজসের মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে গতকাল ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে