Ajker Patrika

বাবাকে উৎসর্গ করে জওয়ানের বিশেষ শো, আপ্লুত শাহরুখ

বিনোদন ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩১
Thumbnail image

মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বক্স অফিসে ‘জওয়ান’-এর দাপট কমেনি। মুক্তির প্রথম দিন ভোর থেকেই শাহরুখের ভক্তরা দেখিয়েছে বলিউড বাদশাহর প্রতি তাদের ভালোবাসা, এর উত্তরও ভালোবাসা দিয়ে দিয়েছেন শাহরুখ।

এবার একদম অভিনব পন্থায় ‘জওয়ান’-এর প্রচার করলেন শাহরুখ ভক্তরা। মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতে ‘জওয়ান’-এর বিশেষ শোর আয়োজন করছেন তাঁরা। দুস্থ নারী ও শিশুদের জন্য আয়োজিত এই শো শাহরুখের বাবা মীর তাজ মুহম্মদ খানের স্মৃতিতে উৎসর্গ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শাহরুখের ফ্যান ক্লাব লিখেছে, ‘মীর তাজ মুহম্মদের স্মৃতির উদ্দেশে বেঙ্গালুরু এসআরকে ওয়ারিয়র্স দুস্থ নারী ও শিশুদের জন্য ‘জওয়ান’-এর একটি চ্যারিটি শোর আয়োজন করেছে।’

আর সেই ভিডিও চোখে পড়ে শাহরুখ খানের। তিনি সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। এটা ভীষণ মিষ্টি এবং মন ছুঁয়ে গেল আমার। অনেক ভালোবাসা নিও। আশা করব তোমাদের সময়টা খুব ভালো কেটেছে।’

জওয়ান সিনেমার দৃশ্যে শাহরুখ খানপ্রসঙ্গত, শাহরুখ খান তাঁর সমস্ত চ্যারিটেবল কাজকর্ম বাবার নামে গড়া মীর ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকেন। ফাউন্ডেশনটি মূলত নারীদের উন্নয়ন, তাঁদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজ করে থাকে। ২০১৩ সালে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন শাহরুখ।

প্রসঙ্গত, ‘জওয়ান’-এর আয় ইতিমধ্যে ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিসে ৫২৬.৭৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

জওয়ান সিনেমার দৃশ্যে শাহরুখ খান।‘জওয়ান’ পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা গেছে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত