একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও সানি দেওল। সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’। পরিচালক রাজকুমার সন্তোষী। তবে এ সিনেমায় অভিনয় করবেন না আমির। তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়। ইনস্টাগ্রামে আমির খান এ ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি আর আমার টিম খুশি মনে জানাচ্ছি যে সানি দেওলের পরের সিনেমার প্রযোজক আমরা। প্রতিভাবান অভিনেতা সানি আর আমার অন্যতম প্রিয় পরিচালক রাজকুমারের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, এই যাত্রা সমৃদ্ধ করবে আমাদের।’
এ বছর সানি দেওল অভিনীত ‘গদর ২’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। অনিল শর্মা পরিচালিত এ সিনেমার প্রেক্ষাপট ভারত-পাকিস্তানের সমীকরণ। সাধারণ দর্শকের দেশপ্রেমের আবেগকে আরও একবার কাজে লাগাতে চান আমির। সে কথা মাথায় রেখে প্রযোজক-অভিনেতা হাত মেলালেন সানির সঙ্গে। জানা গেছে, দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’। খুশবন্ত সিংয়ের আলোচিত উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’ অবলম্বনে তৈরি হবে এ সিনেমা।
এখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি আমির ও সানি। তবে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরের মুখোমুখি হয়েছেন একাধিকবার। ১৯৯০ সালে একই দিনে মুক্তি পেয়েছিল আমিরের ‘দিল’ ও সানির ‘ঘায়েল’। একই ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে। বক্স অফিসে মুখোমুখি হয়েছিল আমিরের ‘রাজা হিন্দুস্থানি’ ও সানির ‘ঘাতক’। আবার ২০০১-এ ‘লগান’ ও ‘গদর’-এর মুক্তির দিনও ছিল এক। বক্স অফিসের রেষারেষি ভুলে এবার একই সিনেমায় দুই তারকা। এই জুটি যে অন্য রকম উদাহরণ তৈরি করবে, সে ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।
একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও সানি দেওল। সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’। পরিচালক রাজকুমার সন্তোষী। তবে এ সিনেমায় অভিনয় করবেন না আমির। তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়। ইনস্টাগ্রামে আমির খান এ ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি আর আমার টিম খুশি মনে জানাচ্ছি যে সানি দেওলের পরের সিনেমার প্রযোজক আমরা। প্রতিভাবান অভিনেতা সানি আর আমার অন্যতম প্রিয় পরিচালক রাজকুমারের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, এই যাত্রা সমৃদ্ধ করবে আমাদের।’
এ বছর সানি দেওল অভিনীত ‘গদর ২’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। অনিল শর্মা পরিচালিত এ সিনেমার প্রেক্ষাপট ভারত-পাকিস্তানের সমীকরণ। সাধারণ দর্শকের দেশপ্রেমের আবেগকে আরও একবার কাজে লাগাতে চান আমির। সে কথা মাথায় রেখে প্রযোজক-অভিনেতা হাত মেলালেন সানির সঙ্গে। জানা গেছে, দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’। খুশবন্ত সিংয়ের আলোচিত উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’ অবলম্বনে তৈরি হবে এ সিনেমা।
এখনো একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি আমির ও সানি। তবে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরের মুখোমুখি হয়েছেন একাধিকবার। ১৯৯০ সালে একই দিনে মুক্তি পেয়েছিল আমিরের ‘দিল’ ও সানির ‘ঘায়েল’। একই ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে। বক্স অফিসে মুখোমুখি হয়েছিল আমিরের ‘রাজা হিন্দুস্থানি’ ও সানির ‘ঘাতক’। আবার ২০০১-এ ‘লগান’ ও ‘গদর’-এর মুক্তির দিনও ছিল এক। বক্স অফিসের রেষারেষি ভুলে এবার একই সিনেমায় দুই তারকা। এই জুটি যে অন্য রকম উদাহরণ তৈরি করবে, সে ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৫ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে