গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচকদের কথায় উঠে এসেছে ‘দুর্বল চিত্রনাট্যের’ কথা। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন থেকে আয় রীতিমতো পালটে দিচ্ছে সব হিসাব।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি। এটির প্রথম দিনের আয় সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া শুধু ভারতেই ‘লিও’ প্রথম দিন আয় করেছে ৬৫ কোটি রুপি।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে, সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ সিনেমাটি। শুরুতে সম্ভাবনা থাকলেও এর শেষটা হতাশাজনক। তাঁর কথায়, ‘প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।’
মনোবালার মতে, এটি লোকেশের ক্যারিয়ারে সবচেয়ে দুর্বল সিনেমার একটি।
তবে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ অবশ্য সিনেমাটি বেশ পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।
গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচকদের কথায় উঠে এসেছে ‘দুর্বল চিত্রনাট্যের’ কথা। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন থেকে আয় রীতিমতো পালটে দিচ্ছে সব হিসাব।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি। এটির প্রথম দিনের আয় সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া শুধু ভারতেই ‘লিও’ প্রথম দিন আয় করেছে ৬৫ কোটি রুপি।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে, সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ সিনেমাটি। শুরুতে সম্ভাবনা থাকলেও এর শেষটা হতাশাজনক। তাঁর কথায়, ‘প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।’
মনোবালার মতে, এটি লোকেশের ক্যারিয়ারে সবচেয়ে দুর্বল সিনেমার একটি।
তবে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ অবশ্য সিনেমাটি বেশ পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১০ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১০ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১০ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে