মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত ‘গণপথ’। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে সিনেমাটির আয় মাত্র ১.১০ কোটি রুপি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্কের জানিয়েছে, ছয় দিনে সিনেমাটির মোট আয় মাত্র ১০.৯০ কোটি রুপি।
মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি ‘গণপথ’। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। মুক্তির প্রথম দিন এটি ২.৫ কোটি রুপি আয় করে, এরপর শনিবার ও রোববারও এর হাল একই থাকে। গত সোমবার সেটা কমে ১.৩ কোটি রুপিতে নামে। আর মঙ্গলবার সিনেমাটি আয় করে ১.৫ কোটি রুপি। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। গতকাল বুধবার এটি ১.১০ কোটি রুপি ঘরে তোলে।
বলিউড বাণিজ্য বিশ্লেষকদের অনুমান ২০০ কোটি রুপি বাজেটে বানানো সিনেমাটি বছরের অন্যতম ফ্লপের তকমার পথে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ‘হিরোপান্তি’র ৯ বছর পর একসঙ্গে ফিরেছেন টাইগার-কৃতি জুটি।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে গণপথ। ‘গণপথ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন–গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে