Ajker Patrika

তিন দিনে ২০০ কোটি ছাড়াল সালমানের ‘টাইগার থ্রি’র আয়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২: ১৮
তিন দিনে ২০০ কোটি ছাড়াল সালমানের ‘টাইগার থ্রি’র আয়

গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত যশ রাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’। মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে। আর ভারতীয় বাজারে সিনেমাটির আয় প্রায় ১৫০ কোটি রুপি।

বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি রুপি। প্রথম দিনের ৪৪ কোটি ৫০ লাখ রুপি ও দ্বিতীয় দিনের ৫৯ কোটি রুপিসহ তিন দিনে সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ১৪৫ কোটি ৫০ লাখ রুপির বেশি।

গতকাল মঙ্গলবারের শোতে ‘টাইগার ৩’-এর দখল ছিল ৩৩.৫৪ শতাংশ। দিন যতই গড়িয়েছে, দর্শকের চাপ ততই বেড়েছে।

‘টাইগার থ্রি’ সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং। এর আগে ২০১৯ সালে তাঁর ‘ভারত’ সিনেমাটি ভারতে প্রথম দিন আয় করেছিল ৪২ দশমিক ৩০ কোটি রুপি।

এত দিন এটিই ছিল সালমান অভিনীত সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা। এরপর রয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’ (৪০ দশমিক ৩৫ কোটি রুপি), ‘সুলতান’ (৩৬ দশমিক ৫৪ কোটি রুপি) ও ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪ দশমিক ১০ কোটি রুপি)। প্রথম দিনের ব্যবসার অঙ্কে টাইগার ফ্র্যাঞ্চাইজির অন্য দুই সিনেমাকেও ছাড়িয়ে গেছে ‘টাইগার থ্রি’। ‘এক থা টাইগার’-এর ওপেনিং ছিল ৩২ দশমিক ৯৩ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ৩৪ দশমিক ১০ কোটি।

‘টাইগার থ্রি’ সিনেমার দৃশ্যে সালমান খানপ্রসঙ্গত, যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়, যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’-এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।

এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত