ম্যারাডোনাকে ছাড়াতে পারেননি মেসি, দাবি সাবেক আর্জেন্টাইন ফুটবলারের
দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।