Ajker Patrika

মধ্যপ্রাচ্যেই বিশ্বকাপ ফুটবল আয়োজনের দাবি জানালেন পিটারসেন

মধ্যপ্রাচ্যেই বিশ্বকাপ ফুটবল আয়োজনের দাবি জানালেন পিটারসেন

গত পরশু লুসাইলে শেষ হলো ঘটন, অঘটনের কাতার বিশ্বকাপ। বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকের মতো মুগ্ধ হয়েছেন কেভিন পিটারসেনও। পিটারসেনের মতে, ফুটবল বিশ্বকাপ সবসময় মধ্যপ্রাচ্যে আয়োজন করা উচিত।

পিটারসেন মূলত ২০২১ ইউরো ফাইনালের সঙ্গে কাতার বিশ্বকাপের তুলনা করেছেন। ওয়েম্বলিতে গত বছর ইউরোর ফাইনালে খেলেছিল ইতালি ও ইংল্যান্ড। ইউরোর সেই ফাইনাল ম্যাচে অনেক বিশৃঙ্খলা হয়েছিল। বিনা টিকিটে অনেক ভক্ত ফাইনাল দেখেছেন। ইউরোর তুলনায় কাতারের বিশ্বকাপ দেখে পিটারসেন মুগ্ধ হয়েছেন। নিজের ইনস্টাগ্রামে ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার বলেন, ‘গত বছর সেই ওয়েম্বলির লজ্জাজনক ঘটনা এবং বর্তমানে কাতার-দুটোর তুলনা করলে কাতার অনেক এগিয়ে। প্রত্যেক ফুটবল বিশ্বকাপই মধ্যপ্রাচ্যে আয়োজন করা উচিত। যেখানে ভক্তরা মা, বাবা, ছেলে, মেয়েসহ সবাই উপভোগ করতে পারে। অভিনন্দন কাতার। কোনো নেতিবাচক কথায় কান দেবেন না যদি না আপনি দোহায় থেকে থাকেন। ধন্যবাদ।’

লুসাইলে গত পরশু ধ্রুপদী ফাইনাল খেলে আর্জেন্টিনা ও ফ্রান্স। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। টাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত