Ajker Patrika

বিবিসির চোখে বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৪: ২১
বিবিসির চোখে বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি

আর্জেন্টিনার শিরোপাজয়ের পর থেকেই বিশ্বজুড়ে চলছে লিওনেল মেসির বন্দনা। একই সঙ্গে বিভিন্ন পুরস্কারেও ভূষিত হচ্ছেন তিনি। ব্রিটিশ ব্রডকাস্টিং করপো বিবিসির ২০২২-এর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

বিবিসি এই পুরস্কার দিয়েছে মূলত ২০২২ সালে অ্যাথলেটদের সেরা পারফরম্যান্স বিবেচনা করে। এ বছর বিশ্বকাপ জিতে তাঁর সেরা সাফল্য পেয়ে গেছেন মেসি। কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। লুসাইলে গত পরশু ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। 

২০২২ ফুটবল বিশ্বকাপই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টাইন অধিনায়ক বলেছিলেন, ‘জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলে যেতে চাই।’ ক্লাব ফুটবলেও মেসি আছেন দারুণ ছন্দে। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে চলতি মৌসুমে খেলেছেন ১৯ ম্যাচ। ১২ গোলের সঙ্গে করেছেন ১৪ অ্যাসিস্ট। 

আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলেছেন। করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে। বিশ্বকাপে ২৬ ম্যাচে করেছেন ১৩ গোল, ৮ গোলে করেছেন অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি থেকে মাত্র ২ গোল পেছনে আছেন ‘এলএম টেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত