ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।
১৯৮৬ তে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মেক্সিকোতে সেই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছিলেন। যেখানে কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, যার মধ্যে সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলও আছে। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি। ম্যারাডোনার বিভিন্ন রেকর্ডও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন মেসি।
ম্যারাডোনা, মেসির তুলনায় মেসিকে এখনো পিছিয়ে রাখছেন জানেত্তি। আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার বলেন, ‘না, আমার কাছে মনে হয় না। আমি তুলনা পছন্দ করি না। আমি কৃতজ্ঞ যে ফুটবল ইতিহাসে দুই গ্রেটেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার। আমি মনে করি না মেসির পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সে (মেসি) এখন আরও পরিণত। দলের সবার মধ্যে এই নেতৃত্বগুণ সে ছড়িয়ে দিতে পারবে।’
লুসাইলে গত পরশু ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ সম্পর্কে জানেত্তি বলেন, ‘আমরা এর (শিরোপা) জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে। ফাইনালটা আর্জেন্টাইনদের জন্য দারুণ হয়েছে কারণ একসময় মনে হয়েছিল সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছে তবে ফ্রান্সও ঘুরে দাঁড়িয়েছে।’
দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার অপেক্ষার প্রহর ঘোচালেন মেসি। অনেকেই মেসি আর ম্যারাডোনাকে কিংবদন্তির তালিকায় বসিয়েছেন। তবে এখানে আপত্তি করলেন হাভিয়ের জানেত্তি। সাবেক এই আর্জেন্টাইনের মতে, ম্যারাডোনাকে এখনো ছাড়াতে পারেননি মেসি।
১৯৮৬ তে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। মেক্সিকোতে সেই বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছিলেন। যেখানে কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, যার মধ্যে সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলও আছে। ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন মেসি। ম্যারাডোনার বিভিন্ন রেকর্ডও এই বিশ্বকাপে ভেঙে দিয়েছেন মেসি।
ম্যারাডোনা, মেসির তুলনায় মেসিকে এখনো পিছিয়ে রাখছেন জানেত্তি। আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার বলেন, ‘না, আমার কাছে মনে হয় না। আমি তুলনা পছন্দ করি না। আমি কৃতজ্ঞ যে ফুটবল ইতিহাসে দুই গ্রেটেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার। আমি মনে করি না মেসির পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সে (মেসি) এখন আরও পরিণত। দলের সবার মধ্যে এই নেতৃত্বগুণ সে ছড়িয়ে দিতে পারবে।’
লুসাইলে গত পরশু ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে থেকেও পরে ব্যবধান কমায় ফ্রান্স। ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ সম্পর্কে জানেত্তি বলেন, ‘আমরা এর (শিরোপা) জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন তারা পূরণ করতে পেরেছে। ফাইনালটা আর্জেন্টাইনদের জন্য দারুণ হয়েছে কারণ একসময় মনে হয়েছিল সবকিছু আমাদের পক্ষেই যাচ্ছে তবে ফ্রান্সও ঘুরে দাঁড়িয়েছে।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে