কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ফ্রান্স। কিন্তু স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ফরাসিরা। দিদিয়ের দেশমের দল সুযোগ হারায় একুশ শতকে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের।
কিন্তু পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসি সমর্থকেরা। ম্যাচে দুর্দান্ত খেললেও কেবল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন দেশমের দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন তাঁরা।
তবে দুঃসময়ে কোমান পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের সমর্থনে জার্মান ক্লাবটি বর্ণবাদীদের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে কোমানের পরিবারের পাশে আছে জানিয়েছেন বাভারিয়ানরা। বায়ার্ন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কোমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘কিংসলে কোমানের প্রতি বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে বায়ার্ন। বায়ার্ন পরিবার আপনার পাশে আছে, কিং। আমাদের সমাজে বা স্পোর্টসে বর্ণবাদের কোনো জায়গা নেই।’
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে ফ্রান্স। এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। পরে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসেন লিওনেল মেসিরা।
এর আগেও পেনাল্টি মিসের কারণে অনলাইনে বর্ণবাদের মুখে পড়তে হয়েছে অনেক ফুটবলারকে। গত বছর ২০২২ ইউরোতে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে হারে স্বাগতিক ইংল্যান্ড। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো ও বুকায়ো সাকা। এই তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবাদের শিকার হোন। বর্ণবাদের শিকার হওয়া ফ্রান্সের দুই ফুটবলারও কৃষ্ণাঙ্গ।
কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ফ্রান্স। কিন্তু স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ফরাসিরা। দিদিয়ের দেশমের দল সুযোগ হারায় একুশ শতকে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের।
কিন্তু পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসি সমর্থকেরা। ম্যাচে দুর্দান্ত খেললেও কেবল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন দেশমের দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন তাঁরা।
তবে দুঃসময়ে কোমান পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের সমর্থনে জার্মান ক্লাবটি বর্ণবাদীদের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে কোমানের পরিবারের পাশে আছে জানিয়েছেন বাভারিয়ানরা। বায়ার্ন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কোমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘কিংসলে কোমানের প্রতি বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে বায়ার্ন। বায়ার্ন পরিবার আপনার পাশে আছে, কিং। আমাদের সমাজে বা স্পোর্টসে বর্ণবাদের কোনো জায়গা নেই।’
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে ফ্রান্স। এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। পরে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসেন লিওনেল মেসিরা।
এর আগেও পেনাল্টি মিসের কারণে অনলাইনে বর্ণবাদের মুখে পড়তে হয়েছে অনেক ফুটবলারকে। গত বছর ২০২২ ইউরোতে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে হারে স্বাগতিক ইংল্যান্ড। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো ও বুকায়ো সাকা। এই তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবাদের শিকার হোন। বর্ণবাদের শিকার হওয়া ফ্রান্সের দুই ফুটবলারও কৃষ্ণাঙ্গ।
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১৩ মিনিট আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪০ মিনিট আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
২ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
২ ঘণ্টা আগে