যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।
যে শিরোপা কাছে পেতে এত কিছু, এত অপেক্ষা—সেটি অবশেষে এসেছে। লিওনেল মেসি শিরোপাটা যেন কিছুতেই হাতছাড়া করতে চান না! আর্জেন্টিনায় পৌঁছে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। সকালে তাঁর বিছানায় দেখা গেল ট্রফিটাও।
অবশ্য ট্রফি নিয়ে ঘুমানোর দৃশ্য অপরিচিত নয়। তারকারা বড় শিরোপা জিতলে বিছানায় নিয়ে এটির একটি ছবি দেবেনই সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মেসির কাছে এই শিরোপার তাৎপর্য অন্যরকম। আর্জেন্টিনায় মেসিরা পৌঁছেছেন গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায়। এই মুহূর্তে সেখানে সকাল। ঘুম থেকে উঠেই মেসি ট্রফি নিয়ে ‘শুভ সকাল’ জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
দোহা থেকে ২১ ঘণ্টার ভ্রমণ শেষে বুয়েনস এইরেসে গভীর রাতে পৌঁছেই মেসিরা অনুভব করেছেন, তাঁদের বরণ করে নিতে লাখ লাখ আর্জেন্টাইনরা অধীর অপেক্ষায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসিরা রাতেই বুয়েনস এইরেসে বিমানবন্দরের কাছে একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে আজ তাঁদের যাওয়ার কথা গণ সংবর্ধনায়।
মেসিরা ট্রফি হাতে ছাদ খোলা বাসে জনতার স্রোতে যাবেন—এমন সকাল, এমন দিন আর্জেন্টাইনরা পেল ৩৬ বছর পর।
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১৩ মিনিট আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪০ মিনিট আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
২ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
২ ঘণ্টা আগে