আবারও চার বছরের জন্য ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো
এই নিয়ে তৃতীয়বারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো। এবার তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফিফার বিবৃতি অনুসারে, গত বুধবার ছিল ডেডলাইন। একমাত্র ব্যক্তি হিসেবে নিজের নাম দিয়েছেন ইনফান্তিনো। কনমেবল, এএফসি এবং সিএফ সবারই সমর্থন তিনি পেয়েছেন। এই সুইস-ইতালিয়ান বলেন, ‘ফিফার ২০০ সদস্