Ajker Patrika

আগুয়েরো চান নতুন কোনো দল বিশ্বকাপ জিতুক

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৫: ০৬
আগুয়েরো চান নতুন কোনো দল বিশ্বকাপ জিতুক

দেশের হয়ে বিশ্বকাপ জেতা প্রত্যেক ফুটবলারের স্বপ্ন। ব্যতিক্রম ছিলেন না সার্জিও আগুয়েরোও। কিন্তু হৃদ্‌যন্ত্রের চোট অকালে অবসর নিতে বাধ্য করেছে তাঁকে। ফলে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।

নিজে জিততে না পারলেও জন্মভূমি বিশ্বকাপ জিতুক—এমনটা সব সময়ই চান আগুয়েরো। সম্প্রতি মার্কাকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। তবে লিওনেল মেসি-অ্যানহেল দি মারিয়ারা জিততে না পারলে নতুন কোনো দলের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। যে দলটি আগে কখনো বিশ্বকাপ জেতেনি।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ের হাত ছোঁয়া দূরত্বে ছিলেন আগুয়েরো। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়া তাঁরসহ পুরো আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। তবে এবার আলবিসেলেস্তারা বিশ্বকাপ জিতুক খুব করেই চাইছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি। যদি নিজ দেশ জিততে না পারে, তাহলে স্পেনের হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি। ম্যানসিটির স্ট্রাইকার বলেছেন, ‘স্পেনের প্রতি আমার সব সময় একধরনের আবেগ কাজ করে। যদি আমার দেশ (আর্জেন্টিনা) বিশ্বকাপ জিততে না পারে, তাহলে লা রোজারা বিশ্বকাপ জিতুক। অথবা অন্য কোনো দল জিতুক, যারা আগে কখনো বিশ্বকাপ জেতেনি।’

যেসব দল আগেও বিশ্বকাপ জিতেছে, তাদের হাতে আবারও শিরোপা দেখতে চান না আগুয়েরো। উদাহরণ হিসেবে কয়েকটি দলের নামও জানিয়েছেন তিনি। এ জন্য নতুন কাউকে চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘যারা বিশ্বকাপ আগেও জিতেছে, এবারও তারাই জিতুক এমনটা উচিত নয়। ফ্রান্স, জার্মানি, ব্রাজিল—এদের মধ্যে কোনো দল জিতুক চাই না। নতুন দলকে পছন্দ করি।’

১৮ ডিসেম্বরের ফাইনাল আর্জেন্টিনা-স্পেন দেখতে চান কি না—এমন প্রশ্নের উত্তরে আগুয়েরো বলেছেন, ‘অবশ্যই। কোনো সন্দেহ ছাড়াই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত