Ajker Patrika

কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে বিয়ার

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৯: ১৭
কাতার বিশ্বকাপে নিষিদ্ধই থাকছে বিয়ার

দুদিন পরই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর শেষ মুহূর্তে এসে সিদ্ধান্তে বদল আনল ফিফা। ম্যাচের দিন স্টেডিয়ামে বিয়ার বিক্রি করা যাবে না বলে জানিয়েছে  ফুটবলের অভিভাবক সংস্থা।

এবারের বিশ্বকাপ হচ্ছে আট স্টেডিয়ামে। আয়োজক দেশ কাতারের সঙ্গে আলোচনা করে সব স্টেডিয়ামেই বিয়ার বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফুটবলের পরিচালনা পর্ষদ জানিয়েছে, কাতার কর্তৃপক্ষ এবং ফিফার সঙ্গে আলোচনা করে ম্যাচের দিন স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্তদের জন্য স্টেডিয়াম এবং এর আশেপাশের পরিবেশ উপভোগ্য এবং শান্তিপূর্ণ নিশ্চিত করতে আয়োজক দেশ এবং ফিফা চেষ্টা করবে।

শেষ মুহূর্তে এসে বিয়ার বিক্রি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে ফুটবল সমর্থকদের সংগঠন এফএসএ। এফএসএ’র এক মুখপাত্র বললেন, ‘অনেকে বিয়ার পান করতে করতে খেলা দেখতে পছন্দ করে, আবার অনেকে করে না। কিন্তু কথা হচ্ছে শেষ মুহূর্তে ইউটার্ন করায় ঝামেলার সৃষ্টি হয়েছে।’

কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে ২০ নভেম্বর শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২ দল। গ্রুপ হচ্ছে ৮ টি, যেখানে প্রতি গ্রুপে অংশ নিচ্ছে ৪টি করে দল। ১৮ ডিসেম্বর শেষ হবে এবারের টুর্নামেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত