এই শতাব্দীতে রীতিমতো আর্জেন্টিনার ‘দুঃখ’ হয়ে দাঁড়িয়েছে জার্মানি। ২০০৬,২০১০ ও ২০১৪ টানা তিনটি বিশ্বকাপে ডিএফবি এলিভেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। ৫২ বছরের ধারা বজায় রেখে ২০১৮ বিশ্বকাপে জার্মানরা সবার আগেই বিদায় নিয়েছিল। নাটকীয় কিছু হলে, হয়তো-বা চতুর্থবারও দেখা হয়ে যেত!
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ক্যারিয়ারে জার্মান ফুটবলের প্রভাব যেন নেতিবাচকভাবেই পড়েছে। ২০০৬ এ টাইব্রেকারে এবং ২০১০ বিশ্বকাপে জার্মানদের কাছে ৪-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
২০১৪ বিশ্বকাপের ঘটনা তো আর্জেন্টাইনদের জন্য আরও হৃদয়বিদারক ছিল। ফাইনালে ১–০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের একটি ট্রফি যেন ঋণী হয়ে আছে এই ফুটবল জাদুকরের কাছে। কিন্তু বিধ্বংসী জার্মানির কাছে তা বারবরই স্বপ্নভঙ্গের গল্প হয়েছে।
ওই বিশ্বকাপেই জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আয়োজক ব্রাজিলেরও। কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের রীতিমতো ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। সেই দুঃস্মৃতি এখনো বয়ে বেড়ান ব্রাজিলের ফুটবলার ও সমর্থকেরা।
কাতারে আজ শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। কিন্তু এই বিশ্বকাপেও ব্রাজিল-আর্জেন্টিনার বাধা হতে পারে জার্মানি। বিশ্বকাপের রুট বলছে, ব্রাজিল ও জার্মানি যদি শেষ ষোলো উতরিয়ে যেতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে। সেখানে যদি জার্মানি জয় পায় তাহলে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা।
আর্জেন্টিনা যদি সেমিফাইনালে ওঠে, এতে জার্মানি মেসিদের প্রতিপক্ষ হবে। যদি শেষ আটে জার্মানিকে ব্রাজিল হারাতে পারে, তাহলে বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখবেন ফুটবল সমর্থকেরা। মেসি-নেইমারের শেষ বিশ্বকাপে আবারও পথের কাঁটা হতে পারে এই জার্মানি।
এর আগের পথও কঠিন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার। রোডম্যাপ বলছে, গ্রুপ-জি’তে থাকা ব্রাজিল শেষ ষোলোয় খেলবে গ্রুপ-এইচের কোনো একটি দলের বিপক্ষে। যে গ্রুপে আছে পর্তুগালও। ব্রাজিল ও পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে, তাহলে তাদের দেখা হবে না। যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং একটি দল রানারআপ হয়, তাহলে শেষ ষোলোয় দুই দলের সাক্ষাৎ হবে।
ব্রাজিল যদি শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে এবং ‘ই’ গ্রুপের জার্মানিও সেই পর্যন্ত যেতে পারে, তাহলে দুই দলের দেখা হচ্ছে। এর আগে শেষ ষোলোয় জার্মানিকে ‘এফ’ গ্রুপের বেলজিয়াম কিংবা ক্রোয়েশিয়ার মতো দলের মুখোমুখি হতে হবে। সেখানে জিতলে নেইমারদের বিপক্ষে খেলবে শেষ আটে।
অন্য দিকে গ্রুপ-সি থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘ডি’ থেকে ফ্রান্স যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে শেষ ষোলোয় দুই দলের দেখা হচ্ছে না। যদি একটি দল রানারআপ হয়, সেক্ষেত্রে শেষ ষোলোয় দেখা হবে ফ্রান্স-আর্জেন্টিনার। সেখানে জিতলে কোয়ার্টারে নেদারল্যান্ডসের মতো দলও তাদের প্রতিপক্ষ হতে পারে।
এই শতাব্দীতে রীতিমতো আর্জেন্টিনার ‘দুঃখ’ হয়ে দাঁড়িয়েছে জার্মানি। ২০০৬,২০১০ ও ২০১৪ টানা তিনটি বিশ্বকাপে ডিএফবি এলিভেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। ৫২ বছরের ধারা বজায় রেখে ২০১৮ বিশ্বকাপে জার্মানরা সবার আগেই বিদায় নিয়েছিল। নাটকীয় কিছু হলে, হয়তো-বা চতুর্থবারও দেখা হয়ে যেত!
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ক্যারিয়ারে জার্মান ফুটবলের প্রভাব যেন নেতিবাচকভাবেই পড়েছে। ২০০৬ এ টাইব্রেকারে এবং ২০১০ বিশ্বকাপে জার্মানদের কাছে ৪-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
২০১৪ বিশ্বকাপের ঘটনা তো আর্জেন্টাইনদের জন্য আরও হৃদয়বিদারক ছিল। ফাইনালে ১–০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের একটি ট্রফি যেন ঋণী হয়ে আছে এই ফুটবল জাদুকরের কাছে। কিন্তু বিধ্বংসী জার্মানির কাছে তা বারবরই স্বপ্নভঙ্গের গল্প হয়েছে।
ওই বিশ্বকাপেই জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আয়োজক ব্রাজিলেরও। কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের রীতিমতো ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। সেই দুঃস্মৃতি এখনো বয়ে বেড়ান ব্রাজিলের ফুটবলার ও সমর্থকেরা।
কাতারে আজ শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। কিন্তু এই বিশ্বকাপেও ব্রাজিল-আর্জেন্টিনার বাধা হতে পারে জার্মানি। বিশ্বকাপের রুট বলছে, ব্রাজিল ও জার্মানি যদি শেষ ষোলো উতরিয়ে যেতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে। সেখানে যদি জার্মানি জয় পায় তাহলে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা।
আর্জেন্টিনা যদি সেমিফাইনালে ওঠে, এতে জার্মানি মেসিদের প্রতিপক্ষ হবে। যদি শেষ আটে জার্মানিকে ব্রাজিল হারাতে পারে, তাহলে বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখবেন ফুটবল সমর্থকেরা। মেসি-নেইমারের শেষ বিশ্বকাপে আবারও পথের কাঁটা হতে পারে এই জার্মানি।
এর আগের পথও কঠিন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার। রোডম্যাপ বলছে, গ্রুপ-জি’তে থাকা ব্রাজিল শেষ ষোলোয় খেলবে গ্রুপ-এইচের কোনো একটি দলের বিপক্ষে। যে গ্রুপে আছে পর্তুগালও। ব্রাজিল ও পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে, তাহলে তাদের দেখা হবে না। যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং একটি দল রানারআপ হয়, তাহলে শেষ ষোলোয় দুই দলের সাক্ষাৎ হবে।
ব্রাজিল যদি শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে এবং ‘ই’ গ্রুপের জার্মানিও সেই পর্যন্ত যেতে পারে, তাহলে দুই দলের দেখা হচ্ছে। এর আগে শেষ ষোলোয় জার্মানিকে ‘এফ’ গ্রুপের বেলজিয়াম কিংবা ক্রোয়েশিয়ার মতো দলের মুখোমুখি হতে হবে। সেখানে জিতলে নেইমারদের বিপক্ষে খেলবে শেষ আটে।
অন্য দিকে গ্রুপ-সি থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘ডি’ থেকে ফ্রান্স যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে শেষ ষোলোয় দুই দলের দেখা হচ্ছে না। যদি একটি দল রানারআপ হয়, সেক্ষেত্রে শেষ ষোলোয় দেখা হবে ফ্রান্স-আর্জেন্টিনার। সেখানে জিতলে কোয়ার্টারে নেদারল্যান্ডসের মতো দলও তাদের প্রতিপক্ষ হতে পারে।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন ৭ বছর আগে করা শ্রীলঙ্কার
২১ মিনিট আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৪ ঘণ্টা আগে