Ajker Patrika

আবারও চার বছরের জন্য ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৮: ৩১
আবারও চার বছরের জন্য ফিফার সভাপতি হলেন ইনফান্তিনো

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে সুখবর পেলেন জিয়ান্নি ইনফান্তিনো। চার বছরের জন্য আবারও ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো।

এই নিয়ে তৃতীয়বারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো। এবার তিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফিফার বিবৃতি অনুসারে, গত বুধবার ছিল ডেডলাইন। একমাত্র ব্যক্তি হিসেবে নিজের নাম দিয়েছেন ইনফান্তিনো। কনমেবল, এএফসি ও সিএফ সবারই সমর্থন তিনি পেয়েছেন। এই সুইস-ইতালিয়ান বলেন, ‘ফিফার ২০০ সদস্য, ছয় ফেডারেশনর সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন। বিশ্ব ফুটবলের জন্য আরও চার বছর কাজ করতে পারব দেখে নিজে খুব সম্মানিত বোধ করছি।

এর আগে দুবার ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। ২০১৬ সালে এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে ফাইনাল রাউন্ডে হারিয়ে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ বিশ্বকাপের পর ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন।

২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর শেষ হবে এবারের টুর্নামেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত