Ajker Patrika

চোটে পড়ে ছিটকে গেলেন দুই আর্জেন্টাইন ফুটবলার

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৩: ৫২
চোটে পড়ে ছিটকে গেলেন দুই আর্জেন্টাইন ফুটবলার

কাতার বিশ্বকাপে চোটের ‘অভিশাপ’ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফুটবলারদের। শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যাচ্ছেন অনেক ফুটবলার। চোটে পড়ায় বিশ্বকাপই শেষ হয়ে গেল আর্জেন্টিনার দুই ফরোয়ার্ডের।

গতকাল অনুশীলন সেশনে মাংসপেশির চোটে পড়েছেন গনজালেস। তাতে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। অন্যদিকে বাঁ পায়ের চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেল হোয়াকিন কোরেয়ার। হোয়াকিন গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের পর একটা গোলও করেছিলেন। গনজালেস ও হোয়াকিনের পরিবর্তে দলে এসেছেন দুই ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদা। আর্জেন্টিনার জার্সিতে আনহেল ২২ ম্যাচ খেলে করেছেন ৩ গোল। আর আলমাদা আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন একটাই ম্যাচ। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে খেলেছিলেন এই ফরোয়ার্ড।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্রুপে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার  বিশ্বকাপ স্কোয়াড: 
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), এনসো ফের্নান্দেস (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি),আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (আতলান্তা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত