তাদের এখন টিকে থাকার লড়াই
‘এ’ গ্রুপে আজ এমন দুটি দল মাঠে নামছে, যাদের বিশ্বকাপ শুরু হয়েছে হার দিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে হারে স্বাগতিক কাতার। দুর্দান্ত লড়াই করেও সেনেগাল হারে নেদারল্যান্ডসের কাছে। আরেকটা জায়গায় মিল আছে দুই দলের। দুই দলেরই হারের ব্যবধান ২ গোলে। আজ যে দলই হারুক, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া