ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৫ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৬ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৬ ঘণ্টা আগে