Ajker Patrika

‘প্রথম ধাপ শেষ, আরও ছয় ম্যাচ বাকি’

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৬: ১৮
‘প্রথম ধাপ শেষ, আরও ছয় ম্যাচ বাকি’

গতকাল ব্রাজিল জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও তা উদ্‌যাপন করার মতো অবস্থায় ছিলেন না নেইমার। কেননা, চোটে জর্জর নেইমার তখন ব্যথায় কাতরাচ্ছিলেন। তবে সামাজিক মাধ্যমে দলকে অভিনন্দন জানিয়েছেন নেইমার। অভিনন্দন জানানোর সময় যেন শিরোপা জয়েরও বার্তা দিয়ে রাখলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লুসাইল স্টেডিয়ামে গতকাল ব্রাজিল-সার্বিয়া এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলে। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলের রিচার্লিসন। যার মধ্যে বাইসাইকেল কিকে করা দ্বিতীয় গোলটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ব্রাজিল ম্যাচটা জিতেছে ২-০ ব্যবধানে। দলকে অভিনন্দন জানিয়ে নেইমার টুইট করেছেন, ‘ম্যাচটা কঠিন ছিল। তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দলকে অভিনন্দন। প্রথম ধাপ শেষ। এখনো ৬ ম্যাচ বাকি।’

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গতকাল ৯টি কড়া ফাউলের শিকার হয়েছেন নেইমার। ম্যাচ শেষে জানা গেছে, ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। যদিও নেইমার বিশ্রামে থাকবেন কি না বাকি ম্যাচে বা ছিটকে গেছেন কি না টুর্নামেন্ট থেকে, এখনো বিস্তারিত জানা যায়নি। ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে। আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত