তখন পর্যন্ত ১ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। চোখে ঘুম নিয়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের মনে শঙ্কা ছিল, কখন না আবার সেই গোল শোধ করে দেয় সার্বিয়া! ৭৩ মিনিটে সব শঙ্কা দূর করে দিলেন রিচার্লিসন। সিজার কিকে অনিন্দ্যসুন্দর এমন এক গোলই করলেন টটেনহাম তারকা যে সমর্থকদের চোখ থেকে নিমেষেই দূর হয়ে গেল সব ঘুম!
শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ব্রাজিলিয়ান সমর্থককে ম্যাচে চোখ ফেরাতে বাধ্য করেছে রিচার্লিসনের সেই গোল। ম্যাচটি দেখতে যাঁরা গতকাল রাতে লুসাইল স্টেডিয়ামে ছিলেন, তাঁরা ব্রাজিলিয়ান নম্বর নাইনের গোলের সৌন্দর্য উপভোগ করেছেন তৃপ্তিভরে। মাঠ থেকে বেরিয়ে রিচার্লিসনের এই গোলকে টুর্নামেন্টের সেরা গোল ঘোষণা করে দিলেন কেউ কেউ। কারও দাবি, ২০২২ সালেরই এটি সেরা গোল।
সার্বিয়ার জমাট রক্ষণ ভেঙে ৬২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রিচার্লিসনই। সেই গোলের পর যেকোনো সময়ই ম্যাচে ফিরতে পারত সার্বিয়া। কিন্তু সার্বদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল ৭৩ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের বাতাসে ভাসানো ক্রস থেকে বলকে বুক দিয়ে নামিয়ে শরীরের মোচড়ে সিজার কিকে যেভাবে গোল করলেন রিচার্লিসন, তাতে আর ম্যাচে ফেরার দুয়ারই বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের। বক্সে ঘুরে দাঁড়ানোর অল্প জায়গাই বাকি ছিল রিচার্লিসনের সামনে। এই অল্প জায়গাতেই দেখিয়ে দিলেন নিজের ক্যারিশমা। ওই গোলের পর আক্রমণে খুব বেশি উঠতে দেখা যায়নি সার্বদের। বাকিটা সময় শুধু আক্রমণই করে গেছে ব্রাজিল।
রিচার্লিসনের দ্বিতীয় গোলটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে কোনো দ্বিধা নেই দর্শকদের। ম্যাচ শেষে সবার চোখে অবিশ্বাস্য এক ঘোর। বিবিসিকে এক দর্শক বললেন, ‘এই গোলটা অপার্থিব। এর চেয়ে সেরা আর কিছুই হতে পারে না।’ আরেক দর্শক তো দাবিই জানিয়ে বসলেন, ‘রিচার্লিসনকে পুসকাস অ্যাওয়ার্ড (বছরের সেরা গোলের পুরস্কার) দিয়ে দেওয়া হোক।’
সাবেক ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার অবশ্য এগিয়ে রাখছেন রিচার্লিসনের প্রথম গোলটিকে। তবে দ্বিতীয় গোলের দারুণ প্রশংসাও করেছেন তিনি, ‘অনেকে ভাবছেন, প্রথম গোলটা অনেক সহজ ছিল, কিন্তু মোটেও না। একজন সেন্টার ফরোয়ার্ডের জন্য সেটা খুবই ভালো একটা গোল। দ্বিতীয় গোলটিও ছিল অবিশ্বাস্য।’
তখন পর্যন্ত ১ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। চোখে ঘুম নিয়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের মনে শঙ্কা ছিল, কখন না আবার সেই গোল শোধ করে দেয় সার্বিয়া! ৭৩ মিনিটে সব শঙ্কা দূর করে দিলেন রিচার্লিসন। সিজার কিকে অনিন্দ্যসুন্দর এমন এক গোলই করলেন টটেনহাম তারকা যে সমর্থকদের চোখ থেকে নিমেষেই দূর হয়ে গেল সব ঘুম!
শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ব্রাজিলিয়ান সমর্থককে ম্যাচে চোখ ফেরাতে বাধ্য করেছে রিচার্লিসনের সেই গোল। ম্যাচটি দেখতে যাঁরা গতকাল রাতে লুসাইল স্টেডিয়ামে ছিলেন, তাঁরা ব্রাজিলিয়ান নম্বর নাইনের গোলের সৌন্দর্য উপভোগ করেছেন তৃপ্তিভরে। মাঠ থেকে বেরিয়ে রিচার্লিসনের এই গোলকে টুর্নামেন্টের সেরা গোল ঘোষণা করে দিলেন কেউ কেউ। কারও দাবি, ২০২২ সালেরই এটি সেরা গোল।
সার্বিয়ার জমাট রক্ষণ ভেঙে ৬২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রিচার্লিসনই। সেই গোলের পর যেকোনো সময়ই ম্যাচে ফিরতে পারত সার্বিয়া। কিন্তু সার্বদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল ৭৩ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের বাতাসে ভাসানো ক্রস থেকে বলকে বুক দিয়ে নামিয়ে শরীরের মোচড়ে সিজার কিকে যেভাবে গোল করলেন রিচার্লিসন, তাতে আর ম্যাচে ফেরার দুয়ারই বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের। বক্সে ঘুরে দাঁড়ানোর অল্প জায়গাই বাকি ছিল রিচার্লিসনের সামনে। এই অল্প জায়গাতেই দেখিয়ে দিলেন নিজের ক্যারিশমা। ওই গোলের পর আক্রমণে খুব বেশি উঠতে দেখা যায়নি সার্বদের। বাকিটা সময় শুধু আক্রমণই করে গেছে ব্রাজিল।
রিচার্লিসনের দ্বিতীয় গোলটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে কোনো দ্বিধা নেই দর্শকদের। ম্যাচ শেষে সবার চোখে অবিশ্বাস্য এক ঘোর। বিবিসিকে এক দর্শক বললেন, ‘এই গোলটা অপার্থিব। এর চেয়ে সেরা আর কিছুই হতে পারে না।’ আরেক দর্শক তো দাবিই জানিয়ে বসলেন, ‘রিচার্লিসনকে পুসকাস অ্যাওয়ার্ড (বছরের সেরা গোলের পুরস্কার) দিয়ে দেওয়া হোক।’
সাবেক ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার অবশ্য এগিয়ে রাখছেন রিচার্লিসনের প্রথম গোলটিকে। তবে দ্বিতীয় গোলের দারুণ প্রশংসাও করেছেন তিনি, ‘অনেকে ভাবছেন, প্রথম গোলটা অনেক সহজ ছিল, কিন্তু মোটেও না। একজন সেন্টার ফরোয়ার্ডের জন্য সেটা খুবই ভালো একটা গোল। দ্বিতীয় গোলটিও ছিল অবিশ্বাস্য।’
এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না সম্পর্কের তিক্ততার কারণে। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া তাদের দেখা হয় না বললেই চলে। এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দেখা হওয়া তো দূরে থাক, ২০২৫ এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।
১২ মিনিট আগে২৩ বছর পর লিগ শিরোপার স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী দলটির দীর্ঘ এই অপেক্ষা ঘোচানোর পেছনে অন্যতম নায়ক সুলেমান দিয়াবাতে। মোহামেডানের ঘরের ছেলে বনে যাওয়া মালির এই ফরোয়ার্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে...
১ ঘণ্টা আগেজয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
১ ঘণ্টা আগেসাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেনও। তবে ফেরাটা সুখকর হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের।
২ ঘণ্টা আগে