ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ঘানা-পর্তুগালের দ্বিতীয়ার্ধ পেল রোমাঞ্চের পূর্ণমাত্রা। আক্রমণ ও পাল্টা আক্রমণ যেন বলতে চাইল, এটি বিশ্বকাপ ম্যাচ। এই মঞ্চে র্যাঙ্কিংয়ের ৯ আর ৬১-এর পার্থক্যের হিসাব চলে না। তবু শেষ ২৫ মিনিটের রোমাঞ্চে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরেছে ঘানা। চোখে চোখ রেখে লড়াই করেও শেষটা নিজেদের করে নিতে পারল না ‘ব্ল্যাক স্টার্স’।
ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন রোনালদো। এতে নিজের পাঁচ বিশ্বকাপেই গোল করার রেকর্ড গড়েন সিআর সেভেন। এ ক্ষেত্রে পর্তুগিজ যুবরাজ পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলে ও মিরোস্লাভ ক্লোসাকে। তাঁরা চারটি বিশ্বকাপে গোল করেছিলেন।
আক্রমণের পসরা সাজিয়েও ঘানার বিপক্ষে প্রথমার্ধ পর্যন্ত হতাশ ছিল পর্তুগাল। কাতারের ‘স্টেডিয়াম ৯৭৪’ গোলের লক্ষ্যে জোরালো কোনো শটই রাখতে পারেনি দ্য নেভিগেটরস। পর্তুগালের শাণিত আক্রমণভাগের জন্য কঠিন ছক সাজান ঘানার কোচ অটো অডো।
অডোর ৫-৪-১ ছকের সামনে বারবারই খেই হারিয়েছেন রোনালদো-ব্রুনোরা। এর মধ্যেও কয়েকটা ভালো সুযোগ পায় পর্তুগাল। ১০ মিনিটের সময় সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থের বাড়ানো লম্বা পাস একটু জোরে রিসিভ করায় শট নেওয়ার আগেই ঘানার গোলরক্ষক লরেন্স আটি জিগি এগিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। কর্নার থেকেও গোল করার সুযোগ পান পর্তুগাল অধিনায়ক। এবার তাঁর হেড পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়।
ঘানাও বারকয়েক আক্রমণ করেছে। কিন্তু সেগুলো তেমন জোরালো ছিল না। বরং ৩০ মিনিটের সময় প্রায় একটি গোলই পেয়ে গিয়েছিলেন রোনালদো। রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হতে হয় পর্তুগালকে।
নকআউট পর্বে উঠতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ফার্নান্দো-সান্তোসের দলের জন্য। এজন্য শুরু থকেই আক্রমণাত্মক ৪-১-২-১-২ ছকে একাদশ নামান পর্তুগালের কোচ। এই আক্রমণ সাজিয়েও বিরতি পর্যন্ত কোনো গোল পায়নি দলটি।
বিরতি থেকে ফিরে কপাল খোলে পর্তুগালের। ডি-বক্সে রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় দ্য নেভিগেটরস। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। পর্তুগালের জার্সিতে সিআর সেভেনের এটি ১১৮তম গোল।
৭১ মিনিটে মোহাম্মদ কুদুসের শট ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কস্তা। পরের মিনিটেই তাঁর ক্রসে ঘানাকে আনন্দে ভাসান আন্দ্রে আইয়ু। ৭৮ মিনিটে ঘানার ফুটবলার-সমর্থকদের মুখের হাসি কেড়ে নেন হোয়াও ফেলিক্স। ৮০ মিনিটে রাফায়েল লিয়াও যেন স্তব্ধই করে দেন। ৭৭ মিনিটে নেভাসের বদলি নেমে মিডফিল্ডার রুবেন প্রতিদান দিতে সময় নিলেন মাত্র আড়াই মিনিট। পর্তুগালের হয়ে প্রথম গোলটি করলেন বিশ্বকাপ মঞ্চে। ৮৯ মিনিটে বদলি নেমে ঘানার হয়ে একটি গোল করেন ওসমান বুখারি।
ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ঘানা-পর্তুগালের দ্বিতীয়ার্ধ পেল রোমাঞ্চের পূর্ণমাত্রা। আক্রমণ ও পাল্টা আক্রমণ যেন বলতে চাইল, এটি বিশ্বকাপ ম্যাচ। এই মঞ্চে র্যাঙ্কিংয়ের ৯ আর ৬১-এর পার্থক্যের হিসাব চলে না। তবু শেষ ২৫ মিনিটের রোমাঞ্চে পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরেছে ঘানা। চোখে চোখ রেখে লড়াই করেও শেষটা নিজেদের করে নিতে পারল না ‘ব্ল্যাক স্টার্স’।
ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন রোনালদো। এতে নিজের পাঁচ বিশ্বকাপেই গোল করার রেকর্ড গড়েন সিআর সেভেন। এ ক্ষেত্রে পর্তুগিজ যুবরাজ পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলে ও মিরোস্লাভ ক্লোসাকে। তাঁরা চারটি বিশ্বকাপে গোল করেছিলেন।
আক্রমণের পসরা সাজিয়েও ঘানার বিপক্ষে প্রথমার্ধ পর্যন্ত হতাশ ছিল পর্তুগাল। কাতারের ‘স্টেডিয়াম ৯৭৪’ গোলের লক্ষ্যে জোরালো কোনো শটই রাখতে পারেনি দ্য নেভিগেটরস। পর্তুগালের শাণিত আক্রমণভাগের জন্য কঠিন ছক সাজান ঘানার কোচ অটো অডো।
অডোর ৫-৪-১ ছকের সামনে বারবারই খেই হারিয়েছেন রোনালদো-ব্রুনোরা। এর মধ্যেও কয়েকটা ভালো সুযোগ পায় পর্তুগাল। ১০ মিনিটের সময় সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থের বাড়ানো লম্বা পাস একটু জোরে রিসিভ করায় শট নেওয়ার আগেই ঘানার গোলরক্ষক লরেন্স আটি জিগি এগিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। কর্নার থেকেও গোল করার সুযোগ পান পর্তুগাল অধিনায়ক। এবার তাঁর হেড পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়।
ঘানাও বারকয়েক আক্রমণ করেছে। কিন্তু সেগুলো তেমন জোরালো ছিল না। বরং ৩০ মিনিটের সময় প্রায় একটি গোলই পেয়ে গিয়েছিলেন রোনালদো। রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হতে হয় পর্তুগালকে।
নকআউট পর্বে উঠতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ফার্নান্দো-সান্তোসের দলের জন্য। এজন্য শুরু থকেই আক্রমণাত্মক ৪-১-২-১-২ ছকে একাদশ নামান পর্তুগালের কোচ। এই আক্রমণ সাজিয়েও বিরতি পর্যন্ত কোনো গোল পায়নি দলটি।
বিরতি থেকে ফিরে কপাল খোলে পর্তুগালের। ডি-বক্সে রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় দ্য নেভিগেটরস। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। পর্তুগালের জার্সিতে সিআর সেভেনের এটি ১১৮তম গোল।
৭১ মিনিটে মোহাম্মদ কুদুসের শট ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কস্তা। পরের মিনিটেই তাঁর ক্রসে ঘানাকে আনন্দে ভাসান আন্দ্রে আইয়ু। ৭৮ মিনিটে ঘানার ফুটবলার-সমর্থকদের মুখের হাসি কেড়ে নেন হোয়াও ফেলিক্স। ৮০ মিনিটে রাফায়েল লিয়াও যেন স্তব্ধই করে দেন। ৭৭ মিনিটে নেভাসের বদলি নেমে মিডফিল্ডার রুবেন প্রতিদান দিতে সময় নিলেন মাত্র আড়াই মিনিট। পর্তুগালের হয়ে প্রথম গোলটি করলেন বিশ্বকাপ মঞ্চে। ৮৯ মিনিটে বদলি নেমে ঘানার হয়ে একটি গোল করেন ওসমান বুখারি।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১০ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৪ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৭ ঘণ্টা আগে