ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুজনেই এবার আছেন দুর্দান্ত ছন্দে। গোল করা, অ্যাসিস্ট-সবখানেই দারুণ অবদান রাখছেন এই দুই ফুটবলার। আর থিয়াগো সিলভা মনে করেন, লিগের এমন পারফরম্যান্স এই দুই ফুটবলার ব্রাজিলের জার্সিতেও দেখাতে পারবেন।
এবারের প্রিমিয়ার লিগে জেসুস, মার্তিনেল্লি দুজনেই খেলছেন আর্সেনালের হয়ে। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দুজনেই খেলেছেন ১৪ ম্যাচ। জেসুস করেছেন ৫ গোল আর অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। আর মার্তিনেল্লি করেছেন ৫ গোল এবং গোল করিয়েছেন ২ টি। দল আর্সেনালও আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৪ ম্যাচে গানারদের পয়েন্ট ৩৭।
সিলভা মনে করেন, আর্সেনালের শীর্ষে থাকার পেছনে জেসুস ও মার্তিনেল্লির অবদান রয়েছে। ব্রাজিলের ডিফেন্ডার বলেন, ‘তারা আর্সেনালে কেমন খেলছে, তা তো দেখতেই পাচ্ছেন। তারা প্রিমিয়ার লিগে শীর্ষে আছে। জেসুসের সম্পর্কে তো আপনারা সবই জানেন। আর মার্তিনেল্লি তো তার পারফরম্যান্স দেখিয়েই যাচ্ছে। খেলার সুযোগ পেলে সে (মার্তিনেল্লি) ভয়ডরহীন খেলা খেলে। বিশ্বকাপে সে ভড়কাবে বলে আমি মনে করি না। সে যেভাবে পারে, খেলবে। তার বিশেষ কিছু করার সামর্থ্য রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিলের জার্সিতে জেসুস এখন পর্যন্ত খেলেছেন ৫৬ ম্যাচ। করেছেন ১৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে না পারলেও একটা অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মার্তিনেল্লি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৩ ম্যাচ। গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপই তার প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুজনেই এবার আছেন দুর্দান্ত ছন্দে। গোল করা, অ্যাসিস্ট-সবখানেই দারুণ অবদান রাখছেন এই দুই ফুটবলার। আর থিয়াগো সিলভা মনে করেন, লিগের এমন পারফরম্যান্স এই দুই ফুটবলার ব্রাজিলের জার্সিতেও দেখাতে পারবেন।
এবারের প্রিমিয়ার লিগে জেসুস, মার্তিনেল্লি দুজনেই খেলছেন আর্সেনালের হয়ে। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দুজনেই খেলেছেন ১৪ ম্যাচ। জেসুস করেছেন ৫ গোল আর অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। আর মার্তিনেল্লি করেছেন ৫ গোল এবং গোল করিয়েছেন ২ টি। দল আর্সেনালও আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৪ ম্যাচে গানারদের পয়েন্ট ৩৭।
সিলভা মনে করেন, আর্সেনালের শীর্ষে থাকার পেছনে জেসুস ও মার্তিনেল্লির অবদান রয়েছে। ব্রাজিলের ডিফেন্ডার বলেন, ‘তারা আর্সেনালে কেমন খেলছে, তা তো দেখতেই পাচ্ছেন। তারা প্রিমিয়ার লিগে শীর্ষে আছে। জেসুসের সম্পর্কে তো আপনারা সবই জানেন। আর মার্তিনেল্লি তো তার পারফরম্যান্স দেখিয়েই যাচ্ছে। খেলার সুযোগ পেলে সে (মার্তিনেল্লি) ভয়ডরহীন খেলা খেলে। বিশ্বকাপে সে ভড়কাবে বলে আমি মনে করি না। সে যেভাবে পারে, খেলবে। তার বিশেষ কিছু করার সামর্থ্য রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিলের জার্সিতে জেসুস এখন পর্যন্ত খেলেছেন ৫৬ ম্যাচ। করেছেন ১৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে না পারলেও একটা অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মার্তিনেল্লি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৩ ম্যাচ। গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপই তার প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফুটবলপ্রেমীদের মধ্যে এ ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ অনুভব করছে বাফুফে। টিকিটের বেশ চাহিদা থাকতে পারে বলেও মনে করছে ফুটবল ফেডারেশন। যদিও এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু করেনি তারা। তবে ভিআইপি গ্যালারির একটি অংশ টেলিকম প্রতিষ্ঠান রবির
৫ মিনিট আগেখেলার জন্য তৃতীয় পক্ষের মাধ্যমেই ফুটবল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তবে এবার জাপানিজ প্রতিষ্ঠান মলতেনের সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক চুক্তি করেছে বাফুফে। সেই চুক্তিতে বছরে বাফুফেকে ৪ হাজার বল দেবে মলতেন। এর মধ্যে ২ হাজার বল দেওয়া হবে বিনা মূল্যে।
৩৯ মিনিট আগেমে মাসের প্রথম দিকে উপমহাদেশে তৈরি হয় থমথমে পরিস্থিতি। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যেত ভারত-পাকিস্তান যুদ্ধের নানা খবর। একপক্ষ অপরপক্ষের ওপর মারণাস্ত্র নিয়ে হামলা করছিল। সেই সময়টা কী আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছিলেন, সেই গল্প শোনালেন মঈন আলী।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-আরব আমিরাত সিরিজে একটি টি-টোয়েন্টি বেশি খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে বিসিবির এই প্রস্তাবে রাজি হলো আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন রূপ নিল তিন ম্যাচের সিরিজে।
২ ঘণ্টা আগে