ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুজনেই এবার আছেন দুর্দান্ত ছন্দে। গোল করা, অ্যাসিস্ট-সবখানেই দারুণ অবদান রাখছেন এই দুই ফুটবলার। আর থিয়াগো সিলভা মনে করেন, লিগের এমন পারফরম্যান্স এই দুই ফুটবলার ব্রাজিলের জার্সিতেও দেখাতে পারবেন।
এবারের প্রিমিয়ার লিগে জেসুস, মার্তিনেল্লি দুজনেই খেলছেন আর্সেনালের হয়ে। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দুজনেই খেলেছেন ১৪ ম্যাচ। জেসুস করেছেন ৫ গোল আর অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। আর মার্তিনেল্লি করেছেন ৫ গোল এবং গোল করিয়েছেন ২ টি। দল আর্সেনালও আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৪ ম্যাচে গানারদের পয়েন্ট ৩৭।
সিলভা মনে করেন, আর্সেনালের শীর্ষে থাকার পেছনে জেসুস ও মার্তিনেল্লির অবদান রয়েছে। ব্রাজিলের ডিফেন্ডার বলেন, ‘তারা আর্সেনালে কেমন খেলছে, তা তো দেখতেই পাচ্ছেন। তারা প্রিমিয়ার লিগে শীর্ষে আছে। জেসুসের সম্পর্কে তো আপনারা সবই জানেন। আর মার্তিনেল্লি তো তার পারফরম্যান্স দেখিয়েই যাচ্ছে। খেলার সুযোগ পেলে সে (মার্তিনেল্লি) ভয়ডরহীন খেলা খেলে। বিশ্বকাপে সে ভড়কাবে বলে আমি মনে করি না। সে যেভাবে পারে, খেলবে। তার বিশেষ কিছু করার সামর্থ্য রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিলের জার্সিতে জেসুস এখন পর্যন্ত খেলেছেন ৫৬ ম্যাচ। করেছেন ১৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে না পারলেও একটা অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মার্তিনেল্লি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৩ ম্যাচ। গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপই তার প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল জেসুস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দুজনেই এবার আছেন দুর্দান্ত ছন্দে। গোল করা, অ্যাসিস্ট-সবখানেই দারুণ অবদান রাখছেন এই দুই ফুটবলার। আর থিয়াগো সিলভা মনে করেন, লিগের এমন পারফরম্যান্স এই দুই ফুটবলার ব্রাজিলের জার্সিতেও দেখাতে পারবেন।
এবারের প্রিমিয়ার লিগে জেসুস, মার্তিনেল্লি দুজনেই খেলছেন আর্সেনালের হয়ে। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে দুজনেই খেলেছেন ১৪ ম্যাচ। জেসুস করেছেন ৫ গোল আর অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। আর মার্তিনেল্লি করেছেন ৫ গোল এবং গোল করিয়েছেন ২ টি। দল আর্সেনালও আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১৪ ম্যাচে গানারদের পয়েন্ট ৩৭।
সিলভা মনে করেন, আর্সেনালের শীর্ষে থাকার পেছনে জেসুস ও মার্তিনেল্লির অবদান রয়েছে। ব্রাজিলের ডিফেন্ডার বলেন, ‘তারা আর্সেনালে কেমন খেলছে, তা তো দেখতেই পাচ্ছেন। তারা প্রিমিয়ার লিগে শীর্ষে আছে। জেসুসের সম্পর্কে তো আপনারা সবই জানেন। আর মার্তিনেল্লি তো তার পারফরম্যান্স দেখিয়েই যাচ্ছে। খেলার সুযোগ পেলে সে (মার্তিনেল্লি) ভয়ডরহীন খেলা খেলে। বিশ্বকাপে সে ভড়কাবে বলে আমি মনে করি না। সে যেভাবে পারে, খেলবে। তার বিশেষ কিছু করার সামর্থ্য রয়েছে।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ব্রাজিলের জার্সিতে জেসুস এখন পর্যন্ত খেলেছেন ৫৬ ম্যাচ। করেছেন ১৯ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কোনো গোল করতে না পারলেও একটা অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে মার্তিনেল্লি আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৩ ম্যাচ। গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি তিনি। কাতার বিশ্বকাপই তার প্রথম বিশ্বকাপ।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১০ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৪ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৭ ঘণ্টা আগে