ইন্দোনেশিয়ার প্রথম নারী স্বেচ্ছাসেবী ফায়ার ফাইটারের দল
প্রতিবছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে লাখো হেক্টর বনভূমি। এমনই এক দাবানলপ্রবণ এলাকা ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমানতাংয়ের একটি জেলা কেটাপাং। বনাঞ্চলে পরিপূর্ণ এই জেলার বিশাল এলাকাজুড়ে ‘পিট ল্যান্ডের’ উপস্থিতি। সাধারণত এই পিট ল্যান্ডে বিপুল পরিমাণ কার্বন জমা থাকে, যা ধ