Ajker Patrika

নরসিংদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫: ৫৪
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে সৈকত দাস (১৭) নামের এই কিশোরের লাশ উদ্ধার করে। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আটকান্দি নীলকুঠি বিচারপতির ঘাটের পাশের নদীতে নিখোঁজ হয় সৈকত। রায়পুরা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সৈকত দাস (১৭) মনোহরদী উপজেলার চেচরি গ্রামের রাষ মহন দাসের ছেলে। 

স্থানীয়রা জানান, সৈকত আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে বেলা ৩টায় সমবয়সী কয়েকজন কিশোরের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় সৈকত পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা কিশোররা তার স্বজনদের বিষয়টি জানান। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সোমবার সকালে ডুবুরিরা আবার নদীতে নামেন ও লাশ উদ্ধার করে রায়পুরা থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন। 

রায়পুরা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোরের লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত