Ajker Patrika

সিগারেটের আগুনে পুড়ল বঙ্গবন্ধু টানেলের ওয়্যারহাউস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৭: ৩৭
Thumbnail image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস সিগারেটের আগুনে পুড়ে গেছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বেলা আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোরজ রুমে আগুনের সূত্রপাত হয়। এতে ওয়্যারহাউসের এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।

শোয়াইব হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে কনস্ট্রাকশন ওয়্যারহাউসের পরিত্যক্ত গুদামে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ছয় ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। সিগারেটের আগুনে কনস্ট্রাকশনের পরিত্যক্ত ওয়্যারহাউস পুড়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত