Ajker Patrika

লঞ্চের প্রোপেলারে আটকানো জাল খুলতে গিয়ে নিখোঁজ জেলে, কাটা পা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
লঞ্চের প্রোপেলারে আটকানো জাল খুলতে গিয়ে নিখোঁজ জেলে, কাটা পা উদ্ধার

বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চের প্রোপেলারে আটকে যাওয়া জাল ছাড়াতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। পরে তাঁকে উদ্ধারে নেমে তার শরীর থেকে বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে ডুবুরিরা। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

দুপুর সাড়ে ১২ টার  দিকে বরিশাল নৌ বন্দরে স্ত্রী-সন্তানের সামনে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ জেলের নাম—আবেদ আলী (৩০)। তিনি নৌ বন্দর সংলগ্ন রসুলপুর চরের সোহরাব কবিরের ছেলে।

বরিশাল নৌপুলিশের পরিদর্শক আবদুল জলিল জানান, স্ত্রী রুমা বেগম ও ৩ মাস বয়সী শিশুসন্তানকে নৌকায় নিয়ে কীর্তনখোলায় জাল ফেলে আবেদ। স্রোতে নৌকাটি ভাসতে ভাসতে পন্টুনে ভেড়ানো ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ পারাবত-১১ এর পেছনের অংশে থাকা পাখায় জাল জড়িয়ে যায়। আবেদ নদীতে নেমে জাল ছাড়ানোর চেষ্টা করেন। এ সময়ে লঞ্চের ইঞ্জিন চালু করা হলে পাখার আঘাতে আবেদ নদীতে তলিয়ে যায়।

নিখোঁজ জেলে আবেদের স্ত্রী রুমা বেগম জানান, লঞ্চের পেছনের থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে গিয়েছিল আবেদ। কিন্তু লঞ্চের ইঞ্জিন চালু করে দেওয়ায় দুর্ঘটনা কবলিত হন তার স্বামী।

এ বিষয়ে পারাবত লঞ্চের সুপারভাইজার মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘পাখার কাছে কেউ ছিল বিষয়টি লঞ্চের দায়িত্বরতরা জানত না। পন্টুন থেকে লঞ্চ সরানোর জন্য ইঞ্জিন চালু করা হয়। পরে চিৎকার শুনে ইঞ্জিন বন্ধ করে। ততক্ষণে দুর্ঘটনা ঘটে গেছে।’

বরিশাল নৌ ফায়ার স্টেশন কর্মকর্তা শেখ নজরুল ইসলাম জানান, নদীতে একজনের নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধানে নামে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কাটা পা পাওয়া গেলেও, ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত