Ajker Patrika

দিনাজপুরে আগুন পুড়ল আশ্রয়ণের ১০ ঘর ও গবাদিপশু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০: ৫০
Thumbnail image

আগুনে পুড়ে গেছে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি আশ্রয়ণের ১০টি ঘর। একই আগুনে পুড়ে মারা যায় চারটি গরু ও ছয়টি ছাগল। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোয়ালডিহি ভুল্লারহাট বাজারের পূর্বে আশ্রয়ণ পাড়ায় এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত লিটন আজকের পত্রিকাকে জানান, আশ্রয়ণের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হয়। এতে মুহূর্তের মধ্যেই আশ্রয়ণের অন্যান্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ১০টি ঘর পুড়ে যাওোর পাশাপাশি পুড়ে মারা যায় ১০টি গবাদিপশু।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ কমল রায় আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবারের প্যাকেট ও কম্বল বিতরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত